Advertisement

ক্রিকেট

Virat Kohli Retires From T20 Format: কোহলির 'বিরাট' এবং বর্ণময় টি২০ কেরিয়ারের পরিসমাপ্তি, এক ঝলকে

Aajtak Bangla
  • ব্রিজটাউন (বারবাডোজ),
  • 30 Jun 2024,
  • Updated 5:34 PM IST
  • 1/10

টি২০ বিশ্বকাপ জিতে এই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করলেন বিরাট কোহলি। তাঁর কেরিয়ারের টেস্ট এবং ওয়ানডের মতো টি২০-র তূনীরও নানা কৃতিত্বে ভরা। 

  • 2/10

ক্লাসিকাল ব্যাটার হওয়া সত্ত্বেও তাঁর টি২০তেও গড় এবং স্ট্রাইক রেট অনেক শুধুমাত্র টি২০ স্পেশালিস্টের চেয়েও ঈর্ষনীয়। যা তাঁকে সেরার সেরাতে পরিণত করেছে।

  • 3/10

ভারত বিশ্বকে অনেক দুর্দান্ত ক্রিকেটার দিয়েছে। তবে সম্ভবত বিরাট কোহলির মতো উচ্চাকাঙ্ক্ষী আর কেউ নেই। খাওয়া দাওয়া থেকে ফিটনেস ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি।

  • 4/10

একজন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, টি২০ বিশ্বকাপ, একদিনের বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মতো চারমুকুটের বিরল কৃতিত্বের অধিকারী তিনি। অধিনায়ক হিসেবেও তাঁর জয়ের শতকরা ঈর্ষনীয়।

  • 5/10

সচিন তেন্ডু্লকরের অবসরের পর ভারত কি আর এমন ক্রিকেটার পাবে, সেই আক্ষেপের সুযোগ দেননি বিরাট কোহলি। সচিনের শূন্যস্থান তো বটেই, তিনি সচিন যুগের অবসানের পর বিরাট যুগের সূচনা করে দিয়েছেন।

  • 6/10

বিরাট কোহলি মাঠে থাকা মানেই, প্রতিপক্ষ ভয় পাবে। চোখে চোখ রেখে লড়াই ফিরিয়ে দেওয়ার চ্যালেঞ্জ। কোহলির উইকেট মানেই বিপক্ষের ম্যাচের উপর চেপে বসার বাড়তি উদ্যম। এই ছবিগুলি টি২০ থেকে সরে গেল চিরতরে।

  • 7/10

কোহলি ছিলেন ভারতের সবচেয়ে শক্তিশালী অধিনায়ক। তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার। সোস্যাল মিডিয়ায় ফ্যান ফলোইংয়ে তাঁর আগে শুধু মেসি ও রোনাল্ডো।

  • 8/10

যেখানেই গিয়েছেন, তিনি সবার আগে শেষ করেছেন। কোহলি আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং ৮ হাজারের বেশি রান করা একমাত্র ক্রিকেটার।

  • 9/10

তিনি সবচেয়ে বেশি আইপিএল সেঞ্চুরির ৮টি রেকর্ডের পাশাপাশি এক মরশুমে সর্বাধিক রান (২০১৬ সালে ৯৭৩ রান)। তিনি দুইবার অরেঞ্জ ক্যাপ জিতেছেন। -২০১৬ এবং ২০২৪ সালে। তাঁর জন্যি জনপ্রিয়তায় আরসিবি আইপিএলে সবচেয়ে বেশি ফলোয়ারওয়ালা দল। যদিও তারা এখনও একটি শিরোপা জিততে পারেনি।

  • 10/10

বিরাটের কেরিয়ার এখনও পর্যন্ত
টেস্ট    113    191    11    8848    254*    49.15    15924    55.56    29    30    991    26    111    0
ওডিআই    292    280    44    13848    183    58.67    14797    93.58    50    72    1294    151    151    0
টি-টোয়েন্টি    125    117    31    4188    122*    48.69    3056    137.04    1    38    369    124    54    0
এফসি    145    239    18    11097    254*    50.21    19827    55.96    36    38    1304    41    142    0
তালিকা এ    326    313    47    15290    183    57.48    16333    93.61    54    80    1458    175    169    0
টি-টোয়েন্টি    399    382    71    12886    122*    ৪১.৪৩    9602    134.20    9    97    1144    416    182    0

Advertisement
Advertisement