Advertisement

ক্রিকেট

World Cup 2023 Virat Kohli: কোহলিকে সিএবি-র বিরাট উপহার, সচিনকে ছুঁয়ে জন্মদিনে কী কী পেলেন 'কিং'?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Nov 2023,
  • Updated 1:16 AM IST
  • 1/7

CAB সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি আজ বিরাট কোহলিকে একটি সোনার প্রলেপ দেওয়া ব্যাট উপহার দিয়েছেন। যাতে "শুভ জন্মদিন বিরাট" লেখা ছিল। নিচে লেখা ছিল "আপনি উৎসর্গের প্রতীক এবং একটি জীবন্ত প্রমাণ যে বয়স মাত্র একটি সংখ্যা"। বিরাট একটি বিশালাকার কেকও কাটেন যা বিশেষ করে বিরাটের স্ট্যাটিউট দিয়ে তৈরি ডার্ক চকোলেট কেকের উপরে নীল আইসিং দিয়ে।

  • 2/7

গত দেড় দশকে ভারতীয় ক্রিকেট তো বটেই গোটা বিশ্বের ক্রিকেটকে শাসন করছেন বিরাট কোহলি। এবারের বিশ্বকাপেও রয়েছেন দারুণ ছন্দে। এহেন তারকার জন্মদিনে এলাহি আয়োজন করতে চেয়েছিল সিএবি। কিন্তু ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মাঝে বড় অনুষ্ঠান করার অনুমতি মেলেনি। তবে বিশেষ স্মারক, কেক ছিল কিং কোহলির জন্য।

  • 3/7

জন্মদিনে কী কী গিফট পাচ্ছেন বিরাট?

জন্মদিনে অভিনব ব্যবস্থাই করতে চেয়েছিল সিএবি। কথা ছিল, স্পেশাল মুখোশ বানানো হবে দর্শকদের জন্য। সেটা পরেই খেলা দেখবেন ৬৭ হাজার সমর্থক। তবে তা হয়নি। কথা ছিল, স্পেশাল আতসবাজির রোশনাই হবে বিরাটের জন্মদিনে। সেটাও বাতিল হয়েছে। মেলেনি মাঠের মাঝে কেক কাটার অনুমতিও।

  • 4/7

যদিও সিএবি এই সমস্ত পরিকল্পনার ব্যাপারে সরকারিভাবে কিছুই জানায়নি। তবে রবিবার ইডেন থেকে সোনার জ্বল করা ব্যাট, আর স্পেশাল কেক দেওয়া হবে বিরাটকে। সূত্রের খবর, ভারতীয় দলের ড্রেসিংরুমে গিয়ে কেক ও স্মারক ব্যাট ভারতের প্রাক্ত ক্যাপ্টেনের হাতে তুলে দেবেন সিএবি কর্তারা।

  • 5/7

সিএবি চেয়েও বড় অনুষ্ঠান করতে পারেনি। তবে ফ্যানরা কিন্তু শনিবার থেকেই বিরাটের জন্মদিন পালনের প্রস্তুতি শুরু করে দেয়। যাতে আরও ইন্ধন যোগায় রবিবার ইডেন গার্ডেনসে ভারতের দক্ষিণ আফ্রিকাকে একাধিপত্য রেখে হারানো। ইডেনের সামনে বিরাট কোহলির ছবি আঁকতে দেখা যায় এক শিল্পীকে। আরও এক সমর্থককে আবার দেখা মাথার চুল কেটে লিখেছেন, 'Happy Birthday Virat।'

 

  • 6/7

টানা সাত ম্যাচ জিতে সেমিয়াইনালে আগেই পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তান জিতে যাওয়ায় শেষ চারে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকাও। ফলে এই ম্যাচ নিয়মরক্ষার হলেও, অপরাজিত রেকর্ড অক্ষুণ্ণ রাখতে মরিয়া ছিল রোহিত শর্মারা। অন্যদিকে নিজেদের পরাক্ষা করে নেওয়ার সুযোগ ছিল প্রোটিয়াদের কাছে। কিন্তু তা আর হয়নি। সব দিক দিয়ে ব্য়র্থ হয়েছেন তাঁরা।

 

 

  • 7/7

এর মধ্য সেঞ্চুরি করে বিরাট কোহলি নিজের নাম ওয়ানডে সেঞ্চুরির খাতায় সচিনের পাশে তুলে নিয়েছেন। পাশাপাশি এদিন দলের জয়ে মুখ্য ভূমিকা রেখে ম্যাচের সেরাও তিনি। যা এদিন তাঁর জন্মদিনের পার্টিকে আরও বাড়িয়ে দেয়।

Advertisement
Advertisement