Advertisement

খেলা

Lionel Messi: 'ও আমার দেশের মাটি...' হাউহাউ করে কাঁদলেন মেসি, LM10-এর শেষ ম্যাচের সব মুহূর্ত

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Sep 2025,
  • Updated 12:50 PM IST
  • 1/10

দেশের মাঠে শেষ ম্যাচ। আর তাই আবেগ ধরে রাখতে পারলেন না লিওনেল মেসি। সে কারণেই ভেনেজুয়েলার বিরুদ্ধে জোড়া গোল করেও চোখের জল বাঁধ মানল না।

  • 2/10

তবে সেটা একবার নয়, বারবার। ম্যাচ শুরু হওয়ার আগেও স্ট্রেচিং করতে করতে ক্যামেরার নজর পড়তেই ছল ছল চোখ নজর এড়ায়নি ভক্তদের।

  • 3/10

গোটা কেরিয়ারে গোল করা তো বটেই, সতীর্থের জন্য সাজিয়ে দেওয়া গোলের সংখ্যাও তাঁর কম নয়। তবুও দেশের মাটিতে শেষ ম্যাচ খেলতে নেমে বারবার ভিজল মেসির চোখ।

  • 4/10

এস্তাদিও মনুমন্তোলের ভরা গ্যালারিতেও সেই আবেগ ছড়িয়ে পড়ল। এই ভেনেজুইয়েলার বিরুদ্ধেই ক্যাপ্টেন হিসেবে অভিষেক হয় মেসির। তাও আবার কলকাতায়। সরকারি ম্যাচ না হলেও, সেটা ছিল ফ্রেন্ডলি।

  • 5/10

দুই দশক পর, প্রতপক্ষ এক হলেও, অনুভূতিটা একেবারে আলাদা। তবে ম্যাচ শুরু হতেই সেই আবেগের বিস্ফোরণ যেন উধাও। পেশাদার ফুটবলারদের বোধহয় এমনই হয়।

  • 6/10

মাঠে নেমে পড়ার পর, রেফারির বাঁশি বাজতেই প্রতিপক্ষকে ছিঁড়ে খাওয়ার খুনে মেজাজ বিদায় বেলাও অক্ষুন্ন রাখতে এই সুপারস্টাররাই পারেন। ৩৮ ছুঁয়েও পাল্টাননি মেসি।

  • 7/10

তাঁর প্রথম গোলটা যেন সবুজ ক্যানভাসে অভিজ্ঞ শিল্পীর তুলির আঁচড়ের মতো নিখুঁত। ৩৯ মিনিটে সেই ক্যানভাস তৈরি করেছিলেন লিয়ান্দ্রো পারেদেস। মাঝমাঠে ভেনেজুয়েলার মিডফিল্ডারের বলের নিয়ন্ত্রণ হারানোর সুযোগ নিয়ে হুলিয়ান আলভারেজকে লম্বা পাস দেন পারেদেস। ডান প্রান্ত থেকে আলভারেজ একটু ভেতরে ঢুকে ভেনেজুয়েলার এক ডিফেন্ডারকে ডজ দিয়ে আলতো করে পাস দেন বক্সের মাঝে দাঁড়ানো মেসিকে। যে কেউ ওখান থেকে জোরাল শটে গোল নিশ্চিত করতে চাইবেন, কারণ, সামনে গোলকিপারসহ ভেনেজুয়েলার দুই ডিফেন্ডার। কিন্তু লোকটির নাম তো মেসি, তাই কাঁটা-কম্পাসের মাপে চিপ দেখা গেল। বলটাও বাতাসে ভাসতে ভাসতে জাল ছুঁয়ে যেন অমর কোনো চিত্রকর্মের রূপ পেল।

  • 8/10

৭৪ মিনিটে আলভারেজের বদলি হয়ে নামার ২ মিনিট পরই নিকো পাজের ক্রস থেকে হেডে গোল করেন।

  • 9/10

৮০ মিনিটে থিয়াগো আলমাদার ক্রস থেকে বাঁ পায়ের ছোঁয়ায় মেসি শুধু বলটা জালে জড়িয়েছেন। সেটাও যেন ছবির মতো সুন্দর।

  • 10/10

হ্যাটট্রিকও পেতে পারতেন মেসি। তবে শেষ মুহূর্তে তাঁর করা গোল, অফসাইডের জন্য বাতিল হয়। সেটা গোল হলে তা ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো হতে পারত।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement