রুদ্ধশ্বাস ম্যাচ, ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত ০-১ গোলে পিছিয়ে ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) আল-নাসের (Al Nassr)। তারপরই পাল্টে গেল ম্যাচের ফল। রেফারির বাঁশি বাজার পর দেখা গেল ৩-১ গোলে জয় পেয়েছে আল নাসের। যদিও গোল পাননি সিআর সেভেন। সৌদি আরবের (Saudi Pro League) লিগে দেখা গেল এমনই জমজমাট ম্যাচ।
০-১ গোলে পিছিয়ে থাকার পরও রোনাল্ডোরা যে এই ম্যাচে জিতবে তা কল্পনাও করতে পারেননি আল নাসের সমর্থকরা। ১৪ মিনিট অ্যাডেড টাইমেই ম্যাজিক করলেন রোনাল্ডোর সতীর্থরা।
অ্যাডেড টাইমের ৩ মিনিটে আব্দুল রহমান ঘারিব সমতা ফেরান। তখনও বোঝা যায়নি জিতে যাবে আল নাসের। একেবারে শেষ লগ্নে দলকে এগিয়ে দেন আল ফাতিল। ২ মিনিট পর ফের গোল করেন মহম্মদ মারান।
ম্যাচে গোল করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অল্পের জন্য তাঁর শট গোললাইন থেকে বাঁচান আল বাতিনের ডিফেন্ডার। ম্যাচ শেষে সিআর সেভেন সোশ্যাল মিডিয়ায় সতীর্থদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো লেখেন, 'ম্যাচ শেষ হওয়ার আগে পর্যন্ত বিশ্বাস রাখতে হবে। এগিয়ে যেতে হবে।' যদিও গোল না পাওয়ায় রোনাল্ডোর সমালোচনা করতে ছাড়েননি ভক্তরা।
এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'খেলা শেষ হলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিশ্চয়ই গোল করবে।' আরেক ভক্ত লিখেছেন, 'সৌদি লিগের তলানিতে থাকা আল বাতিনের বিরুদ্ধে রোনাল্ডো।'
আল নাসের কোচ রুডি গার্সিয়া টুইট করেছেন, 'কত আবেগের ছড়াছড়ি। এটা গোটা দলের জয়।' আল নাসের লিগ তালিকার শীর্ষে পৌঁছে গেল। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট আল নাসেরের।