Advertisement

খেলা

কলকাতাতেই কোচিংয়ে হাতেখড়ি! মারাদোনার পরে স্যাবেয়া, বিশ্ব ফুটবলে ফের নক্ষত্রপতন

Aajtak Bangla
  • 09 Dec 2020,
  • Updated 3:45 PM IST
  • 1/5

দু সপ্তাহও কাটেনি দিয়েগো মারাদোনার মৃত্যু। এরই মধ্যে আরও এক নক্ষত্রপতন আর্জেন্টিনায়। প্রয়াত বিখ্যাত ফুটবলার ও আর্জেন্টিনার প্রাক্তন কোচ অ্যালেজান্দ্রো স্যাবেয়া। বয়স হয়েছিল ৬৬ বছর। ২০১৪ সালে স্যাবেয়ার কোচিংয়েই বিশ্বকাপ ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা। 

  • 2/5

আর্জেন্টিনা তথা বিশ্বের তারকা ফুটবলারদের মধ্যে অন্যতম ছিলেন স্যাবেয়া। ৮০-র দশকে মারাদোনার সঙ্গে আর্জেন্টিনার বহু ম্যাচ খেলেছেন স্যাবেয়া। দীর্ঘ দিন ধরে ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন। গত ২৫ নভেম্বরই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে স্যাবেয়ার সতীর্থ মারাদোনার, মাত্র ৬০ বছর বয়সে। 

  • 3/5

স্যাবেয়ার মৃত্যুতে তাঁর আর্জেন্টিনার প্রাক্তন গোলকিপার ইউবালদো ফিলোল বলেন, 'অন্ধকারাচ্ছন্ন ২০২০ সালে ফুটবল বিশ্বে আরও ধাক্কা। দুর্দান্ত প্লেয়ার, অনবদ্য কোচ স্যাবেয়া। সর্বোপরি একজন ভাল মানুষ। আমাদের ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে নিয়ে গিয়েছিল।'

  • 4/5

স্যাবেয়া মিডফিল্ডার ছিলেন। স্যাবেয়া ৭০-এর দশকে শেফিল্ড ইউনাইটেডে মোটা টাকা ট্রান্সফার মানিতে যোগ দেন। তিনিই প্রথম লাতিন আমেরিকান ফুটবলার, যিনি ইংলিশ লিগে খেলেন।

  • 5/5


ফুটবলার হিসেবে স্যাবেয়ার যত না খ্যাতি ছিল, তার চেয়ে কোচ হিসেবে ছিল বেশি। আর্জেন্টিনার কোচ হিসেবে স্যাবেয়ার হাতেখড়ি কিন্তু এই কলকাতাতেই, সল্টলেক স্টেডিয়ামে। ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচ খেলতে এসেছিলেন আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি। এবং মেসির আর্জেন্টিনাকে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে তোলাই শুধু নয়, ২০০৯ সালে এস্তোদিয়ান্তেসের কোচ হিসেবে কোপা লিবার্তাদোরেসও জেতেন। 
 

Advertisement
Advertisement