Advertisement

খেলা

Amy Satterthwaite Lea Tahuhu: এঁরা দুই মহিলা লেসবিয়ান ক্রিকেটার, সন্তানেরও জন্ম দিয়েছেন, PHOTOS

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Feb 2023,
  • Updated 10:29 AM IST
  • 1/8

২০১৭ সালে বিয়ে করেন অ্যামি স্যাটারওয়েট (Amy Satterthwaite) এবং লিয়া তাহুহু (Lea Tahuhu)। প্রথম সমকামী ক্রিকেটার হিসেবে সন্তানের জন্ম দিয়েছেন অ্যামি স্যাটারওয়েট। নিউজিল্যান্ডের এই ক্রিকেটার দম্পতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন। 

  • 2/8

২০১৪ সালে বাগদান করেন অ্যামি স্যাটারওয়েট এবং লিয়া তাহুহু। নিউজিল্যান্ডে সমকামী বিয়ের আইন রয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও স্যাটারওয়েটকে মাতৃত্বকালীন ছুটি দেয়। 
 

  • 3/8

সন্তানসম্ভবা হওয়ার খবর জানাতে অ্যামি স্যাটারওয়েট টুইটারে লেখেন, ‘লি ও আমি খুবই আনন্দিত যে নতুন বছরের শুরুর দিকেই আমাদের প্রথম সন্তানের মুখ দেখতে যাচ্ছি। এই নতুন অধ্যায়ের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’ জবাবে লিয়া তাহুহু লেখেন, ‘অবশেষে আমরা তিনজন।’
 

  • 4/8

নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট (New Zealand Cricket Team) দলের হয়ে ১১৯ ওয়ানডে ও ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন অ্যামি স্যাটারওয়েট। কিউয়ি দলকে নেতৃত্বও দিয়েছেন স্যাটারওয়েট। ৯টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। 
 

  • 5/8

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলতে নামেন দুই মহিলা ক্রিকেটার। ছুটির মধ্যেও বেতন ভাতা সহ সমস্ত সুবিধা পেয়েছিলেন স্যাটারওয়েট। 
 

  • 6/8

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলতে নামেন দুই মহিলা ক্রিকেটার। ছুটির মধ্যেও বেতন ভাতা সহ সমস্ত সুবিধা পেয়েছিলেন স্যাটারওয়েট। 
 

  • 7/8

২০১৩ সালের ১৯ আগস্ট থেকে নিউজিল্যান্ডে সমলিঙ্গের বিয়ে বৈধ বলে ঘোষণা করা হয়। সারোগেসি পদ্ধতিতে সন্তানের মা হন স্যাটারওয়েট। 
 

  • 8/8

ছবি সৌজন্যে- অ্যামি স্যাটারওয়েট ও লিয়া তাহুহুর ইনস্টাগ্রাম পেজ  
 

Advertisement
Advertisement