অবসর নেওয়ার নয় বছর পরেও ক্রিকেট মাঠে দারুণ ছন্দে রয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরান করা সচিন এখন রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলছেন। তবে তাঁর ছেলে অর্জুন তেন্ডুলকর এখনও তাঁর কেরিয়ার গড়ার চেষ্টায় মগ্ন।
২৩ বছর বয়সী অর্জুন (Arjun Tendulkar) এখনও প্রথম শ্রেনীর ক্রিকেটে সুযোগ পাননি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) মুম্বই ইন্ডিয়ান্স (MI) দলে থাকলেও খেলার সুযোগ পাননি। ফলে ভারতীয় দলে অভিষেক হতে তাঁর আরও বেশ কিছুদিন সময় লাগবে বলেই মনে করা হছে।
তবুও বাঁ হাতি ফাস্ট বোলার অর্জুন হাল ছাড়তে নারাজ। মুম্বই দলে সুযোগ না পেয়ে গোয়া দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন সচিন পুত্র। এখন জেপি আত্রে ট্রফির জন্য প্রস্তুতি সারছেন অর্জুন। ২২ সেপ্টেম্বর থেকে চন্ডীগড়ে শুরু হয়েছে এই টুর্নামেন্ট।
এই টুর্নামেন্টের আগে ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং-এর (Yuvraj Singh) বাবা যোগরাজ সিং-এর কাছে অনুশীলন করছেন অর্জুন। ইনস্টাগ্রামে সেই প্রশিক্ষণের ছবি শেয়ার করেছেন যোগরাজ।
বোলিং-এর পাশাপাশি ব্যাটিং-এও মন দিয়েছেন সচিন পুত্র। যোগরাজের কাছ থেকেই ব্যাটিং-এর নানা খুঁটিনাটি জেনে নিচ্ছেন অর্জুন। জেপি আত্রে ট্রফিতে ভাল খেলা শুধু নয়, ধাপে ধাপে ভাল পারফর্ম করে ভারতীয় দলে সুযোগ পাওয়াই লক্ষ্য অর্জুনের।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, প্রচুর পরিশ্রম করছেন অর্জুন। যুবরাজকে ছোট থেকে তৈরি করা যোগরাজ এবার সচিন পুত্রকেও অলরাউন্ডার করতে চাইছেন।
৬৪ বছর বয়সী যোগরাজ সিং ১৯৮০-৮১ সালে ভারতীয় দলের হয়ে ৬টি একদিনের ম্যাচ এবং একটি টেস্ট ম্যাচ খেলেছিলেন। তিনিও ছিলেন একজন মিডিয়াম পেসার।
চলতি জেপি আত্রে টুর্নামেন্টের প্রথম দিনে বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হয়। ক্রিকেট স্টেডিয়াম -১৬, চণ্ডীগড় এবং টিডিএল ক্রিকেট স্টেডিয়াম, পঞ্চকুলায় ম্যাচগুলি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বর্ষার জন্য তা হয়নি।