Advertisement

খেলা

Arun Lal-Bulbul Wedding Album: বুলবুল সাহাকে যখন সিঁদুর পরিয়ে দিলেন অরুণ লাল, রইল বিয়ের সব স্পেশাল ছবি

Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2022,
  • Updated 12:03 PM IST
  • 1/10

বয়সের ২৮ বছর। কিন্তু রোম্যান্সে ঘাটতি নেই। ৬৬-র অরুণ লাল ঘর বাঁধলেন ৩৮-র বুলবুল সাহার সঙ্গে। গায়ে হলুদের অনুষ্ঠানের ছবি আগেই নেটমাধ্যমে ছড়িয়েছিল। রেজিস্ট্রি বিয়েও সারলেন অরুণ-বুলবুল। নববধূর গালে চুম্বন এঁকে দিলেন প্রাক্তন ক্রিকেটার। 
 

  • 2/10

 এটা অরুণ লালের দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রীকে রিনার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বুলবুলের হাত ধরেছেন। রিনার শরীর ঠিক নেই। তাঁর অনুমতি নিয়ে বুলবুলের সঙ্গে রেজিস্ট্রি সেরেছেন প্রাক্তন ক্রিকেটার। 

  • 3/10

ম্যারেজ রেজিস্ট্রেশনের পর কেক কেটে উদযাপন করেন অরুণ ও বুলবুল। গোলাপি রঙের কেকে লেখা ছিল,'অরুণ ওয়েডস বুলবুল'।            

  • 4/10

একটি স্কুলে শিক্ষকতা করেন বুলবুল। রান্না করতে ভালবাসেন। ২০১৯ সালে একটি রান্নার শোয়ে অংশও নিয়েছিলেন। অরুণের নম্র স্বভাব ও সরলতা তাঁকে আকৃষ্ট করেছে বলে জানান বুলবুল।   
 

  • 5/10

অরুণের ক্যানসার হওয়ার সময় তাঁর পাশে ছিলেন বুলবুল। বিয়ের পর অরুণের অসুস্থ প্রথম স্ত্রীর দেখভালও করবেন তিনি।       

  • 6/10

রাতে ধর্মতলার একটি হোটেলে রিসেপশনের আয়োজন করা হয়েছিল। অরুণের বন্ধুবান্ধরা এসেছিলেন। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। 
 

  • 7/10

রিসেপশনে বাঙালি খানাই ছিল। চিংড়ি মাছের মালাইকারি, ফিশ ফ্রাই, মাটন, মিষ্টি দই ও অন্যান্য রসনা।         

  • 8/10

বিয়ের রিসেপশনে রংমিলান্তি বর-কনের। ঘিয়ে রঙের পাঞ্জাবি ও মেরুন কোটে রিসেপশনে হাজির হন অরুণ লাল। নব বধূ সেজেছিলেন মেরুন শাড়িতে। সেই সঙ্গে গয়না।
 

  • 9/10

বিয়ে সারা হল। লোক খাওয়ানোও হল। এবার মধুচন্দ্রিমায় কোথায় যাবেন? আপাতত কোথাও বেড়াতে যাচ্ছে না নবদম্পতি। অরুণ জানান,'বেঙ্গালুরু যেতে হবে। বাংলার রঞ্জির কোয়ার্টার ফাইনাল। সেখানেই হবে হানিমুন।'                
 

  • 10/10

অরুণের কথায় সায় দেন নববধূ। তিনি বলেন,'বেঙ্গালুরুতে যাব। বাংলা দলকে সমর্থন করব।'   

Advertisement
Advertisement