এই মাসের শেষ দিকেই রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল খেলতে বেঙ্গালুরু যাচ্ছে বাংলা দল (Bengal)। বিয়ের পর বাংলা দলের সঙ্গেই হানিমুন সারবেন কোচ অরুণ লাল (Arun Lal) ও বুলবুল সাহা (Bulbul Saha)।
সোমবারই বিয়ে করেছেন ৬৬ বছর বয়সী অরুণ লাল। রিসেপশনের ফাঁকে অরুণলাল ও বুলবুল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে হোটেলের বাইরে চলে আসেন।
বিয়ের পর হানিমুন কোথায় হবে? এই প্রশ্নের উত্তরে অরুণ লাল বলেন,''রঞ্জি ট্রফিই আমাদের হানিমুন।'' বাংলা দল রঞ্জির নক আউটে পৌঁছে গিয়েছে।
৬ থেকে ৮ জুন বাংলা কোয়ার্টার ফাইনালে খেলবে ঝাড়খন্ডের বিরুদ্ধে। বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা। সেই ম্যাচে মনোজ তিওয়ারি, আকাশ দীপদের উৎসাহ দিতে দেখা যাবে বুলবুলকেও।
কোয়ার্টার ফাইনালে খেলতে নামার আগে দু'টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলা। ৬ জুন কোয়ার্টার ফাইনালে বাংলার মুখোমুখি ঝাড়খন্ড। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অরুণ লালের দল।
৩ জুন আটটি দলের বেঙ্গালুরুতে পৌঁছে যাওয়ার কথা। তবে তার আগেই পৌঁছে যাবে বাংলা দল। দুই দিনের দু'টি প্রস্তুতি ম্যাচ খেলবেন মনোজরা।
কোয়ার্টার ফাইনালে ওঠা দু'টি দলের বিরুদ্ধেই এই প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলা।
বাংলা ছাড়াও, মুম্বই, উত্তরাখন্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, পঞ্জাব, উত্তরপ্রদেশ ও ঝাড়খন্ড এবারের রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে উঠেছে। এই সাত দলের মধ্যেই যে কোনও দুই দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলা।
বাংলা দল নিয়ে আশাবাদী সিএবি কর্তারাও। অসাধরণ খেলছেন বাংলার ক্রিকেটাররা। এলিট গ্রুপে থাকা ৩২ দলের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে গিয়েছিল বাংলা।
অরুণ লালের দলের পয়েন্ট ছিল ১৮। আর সেই কারণেই বাংলা দল নিয়ে এবার আশাবাদী সিএবি কর্তারা।