Advertisement

খেলা

India vs Pakistan Best Matches: হাড্ডাহাড্ডি লড়াই-উত্তেজনা, এশিয়া কাপের সেরা ৫ IND vs PAK ম্যাচ

Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Aug 2022,
  • Updated 3:27 PM IST
  • 1/8

ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ বরাবরই আকর্ষণীয়। ২৮ আগস্ট দুবাই মাঠে এশিয়া কাপ ২০২২ (Asia Cup)-এর গ্রুপ ম্যাচে আবারও মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ। এই ব্লকব্লাস্টার ম্যাচে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। পাকিস্তান দলের ক্যাপ্টেন বাবর আজম (Babar Azam)।
 

  • 2/8

এশিয়া কাপের ইতিহাসে দুই দেশের মধ্যে প্রায় সব ম্যাচই স্মরণীয় হয়ে থাকলেও এমন কিছু ম্যাচ রয়েছে যা এখনও দুই দেশের ক্রিকেট ভক্তদের মনে দাগ কেটে আছে। আসুন জেনে নিই এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যে এমনই পাঁচটি দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচের কথা, যা ভুলে যাওয়া প্রায় অসম্ভব। 
 

  • 3/8

হরভজনের ছক্কা: এশিয়া কাপে হরভজন সিং এবং শোয়েব আখতারের মধ্যে বাকযুদ্ধ হয়। ডাম্বুলায় অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে। সলমান বাটের ৭৪ রানের সুবাদে পাকিস্তান দল ২৬৭ রান করে। জবাবে এক বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত। মহম্মদ আমিরের বলে ছক্কা মেরে ম্যাচটি দুর্দান্তভাবে শেষ করেন হরভজন। সেই ম্যাচে গৌতম গম্ভীর (৮৩) এবং এমএস ধোনি (৫৬)রানের দুর্দান্ত ইনিংস খেলেন। 
 

  • 4/8

কোহলির ক্লাসিক ইনিংস: ২০১২ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচ বিরাট কোহলির জন্য স্মরণীয় ছিল। মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩২৯/৬ এর বিশাল স্কোর করে। নাসির জামশেদ ১১২ ও মহম্মদ হাফিজ ১০৫ রান করেন। জবাবে ভারত ১৩ বল বাকি থাকতে ছয় উইকেটে ম্যাচ জিতে নেয়। বিরাট কোহলি ১৪৮ বলে ১৮৩ রানের ইনিংস খেলেন, যা ওয়ানডেতে তাঁর সেরা স্কোর। 
 

  • 5/8

আফ্রিদির ঝড়ো ব্যাটিং: ২০১৬ এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যে খেলা ম্যাচটি এখনও ভক্তদের মনে রয়েছে। তবে মিরপুরে অনুষ্ঠিত ওই ম্যাচে পাকিস্তানের কাছে এক উইকেটে হারতে হয় ভারতকে। প্রথমে খেলতে নেমে ভারত আট উইকেট হারিয়ে ২৪৫ রান করেছিল। জবাবে দুই বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান। টানা দুই ছক্কা মেরে দলের হয়ে ম্যাচ শেষ করেন শহীদ আফ্রিদি। 
 

  • 6/8

আমিরের বোলিং: ২০১৬ সালে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি দারুণ ম্যাচ খেলা হয়েছিল। সেই ম্যাচে পাকিস্তান দল নির্ধারিত ২০ ওভারও খেলতে পারেনি এবং পুরো ইনিংস মাত্র ৮৩ রানে গুটিয়ে যায়। ভারতের জন্য লক্ষ্যটা সহজ মনে হলেও মহম্মদ আমির তিন উইকেট নিয়ে ম্যাচে ফিরে আসে পাকিস্তান। বিরাট কোহলি এই কঠিন পরিস্থিতিতে ৪৯ রান করেন, যার কারণে ভারতীয় দল ২৭ বল বাকি থাকতেই লক্ষ্য তাড়া করে জিতে যায়। 
 

  • 7/8

ধাওয়ান-রোহিতের দারুণ ইনিংস: এশিয়া কাপ ২০১৮ সালে ভারত ও পাকিস্তান দু'বার মুখোমুখি হয়েছিল। উভয় ক্ষেত্রেই, ভারতীয় দল দারুণ জয় পেয়েছে। সুপার-৪ পর্বে খেলা ম্যাচটি দারুণ জমজমাট হয়েছিল। যেখানে ভারত ৯ উইকেটে জিতেছিল। দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে শোয়েব মালিকের ৭৮ রানের সাহায্যে পাকিস্তান ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৭ রান করে। জবাবে ভারতীয় দল ৬৩ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে নেয়। শিখর ধাওয়ান সর্বোচ্চ ১১৪ এবং অধিনায়ক রোহিত শর্মা অপরাজিত ১১১ রানের ইনিংস খেলেন। 

  • 8/8

এবারে রোহিত শর্মাদের লড়াই টি২০ বিশ্বকাপের বদলা নেওয়ার। কারণ ২০২১ টি২০ বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে বাবর আজমের পাকিস্তান। তার এক বছর বাদে মুখোমুখি হচ্ছে দুই দল।

Advertisement
Advertisement