Advertisement

খেলা

Barpuja, Kolkata Maidan: বারপুজোয় ফিরল উন্মাদনা, বাগান তাঁবুতে ফেরান্দো, প্রীতমরা

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Apr 2022,
  • Updated 1:37 PM IST
  • 1/10

বারপুজো উপলক্ষে সেজে উঠেছে কলকাতা ময়দান। ইস্টবেঙ্গল ও মোহনবাগান তাঁবুতে দুই বছর পর জাঁকজমক করে বারপুজোর আয়োজন করা হয়। দুই দলেরই প্রচুর সমর্থক তাদের প্রিয় ক্লাবে এসেছিলেন।    

  • 2/10

মোহনবাগানেও সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন সবুজ মেরুন সমর্থকরা। সকালে বারপুজো হওয়ার সময়ই ক্লাবের মাঠে ছিলেন প্রীতম কোটাল, প্রবীর দাসরা

  • 3/10

ইস্টবেঙ্গলের বার পুজোয় দেখা গেল প্রাক্তন ফুটবলারদের। উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রক্তন কোচ শঙ্করলাল চক্রবর্তীও। 

  • 4/10

ক্লাবের ড্রেসিংরুম ঘুরে দেখেন সবুজ-মেরুন ফুটবলাররা। ছিলেন কোচ হুয়ান ফেরান্দোও। ড্রেসিংরুমে ঢুকে ছবিও তোলেন ফুটবলাররা। তবে সামনেই এএফসি কাপের ম্যাচ রয়েছে। তাই খুব বেশি সময় তাঁবুতে ছিলে না তাঁরা। 

  • 5/10

দলগঠনে অনেকটাই পিছিয়ে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। তাই বর্তমান ফুটবলারদের কাউকে সে ভাবে দেখা যায়নি লাল-হলুদ ক্লাবে। রীতি অনুযায়ী বারপুঁজোর দিনই নতুন মরশুমের অধিনায়কের নাম ঘোষণা করা হয়। তবে এইবার আর তা হল না।  

  • 6/10

রীতি মেনে বারপুজোয় অংশ নিয়েছিলেন সবুজ-মেরুন ফুটবলাররা। হাজির ছিলেন কিয়ান নাসিরি, শুভাশিস বসু, কোচ হুয়ান ফেরান্দো, প্রীতম কোটাল, প্রবীর দাসরা। 

  • 7/10

শঙ্করলাল চক্রবর্তীর পাশাপাশি মোহনবাগানের বারপুজোতে উপস্থিত হয়েছিলেন প্রশান্ত বন্দোপাধ্যায়, মিহির বসু সহ অন্যান্য প্রাক্তন ফুটবলাররা

  • 8/10

ইস্টবেঙ্গলের বার পুজোয় অংশ নিয়েছিলেন জুনিয়র দলের ফুটবলাররা। তাদেরকে দিয়েই বার তোলান হয়। 

  • 9/10

মোহনবাগানের বার পুজোয় উপস্থিত ছিলেন সহ সভাপতি কুনাল ঘোষ ও প্রাক্তন ফুটবলার এবং সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়। 

  • 10/10

একই দিনে গুড ফ্রাইডে থাকায় আসতে পারেননি এটিকে মোহনবাগানের বিদেশী তারকারা। 

Advertisement
Advertisement