Advertisement

খেলা

Copa America Final: মেসির স্বপ্নপূরণ হবে? জয়ের নিরিখে কিন্তু এগিয়ে ব্রাজিলই

Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jul 2021,
  • Updated 10:35 PM IST
  • 1/10

এটাই শেষ সুযোগ! লিওনেল মেসি (Lionel Messi) কি পারবেন কেরিয়ারের বহুকাঙ্ক্ষীত কোপা আমেরিকা (Copa America Final)চ্যাম্পিয়ন হিসেবে কাপ হাতে তুলে নিতে? আর্জেন্টিনার ফুটবল-বিস্ময় মেসির দিকেই তাকিয়ে গোটা বিশ্ব। রবিবার সকালেই ফয়সালা হয়ে যাবে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ফাইনাল ম্যাচে (Brazil vs Argentina)। ছবি সৌজন্য: Getty Images

  • 2/10

৬ বারের ব্যালন ডি'ওর মেসি আর্জেন্টিনাকে তাঁর কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ট্রফি উপহার দিতে মরিয়া। ১৯৯৩ সালের পর থেকে আন্তর্জাতিক ট্রফির খরা চলছে আর্জেন্টিনার। ছবি সৌজন্য: Getty Images

  • 3/10

করোনার জেরে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম দর্শকশূন্য থাকলেও, গোটা পৃথিবীর নজর থাকবে ওই ম্যাচেই। প্রথমত, ম্যাচটি ব্রাজিল বনাম আর্জেন্টিনা। দ্বিতীয়ত, লিওনেল মেসির শেষ কোপা আমেরিকা। ছবি সৌজন্য: Getty Images

  • 4/10

২০০৭, ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকা ফাইনাল খেলেছেন মেসি, ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালেও আর্জেন্টিনা দলে মেসি। কিন্তু ট্রফি ঘরে আসেনি। ছবি সৌজন্য: Getty Images
 

  • 5/10

সেমিফাইনালে কলম্বিয়াকে  ৩-২ গোলে হারিয়ে মেসি বলেন, 'আমি শুধু চাই, আমার জাতীয় দলের হয়ে ট্রফিটা জিততে।' নেইমারের ব্রাজিল এখনও পর্যন্ত ৭টি বিশ্বকাপ ও ২৩টি কন্টিনেন্টাল টাইটেলের অধিকারী। কোপা আমেরিকা শুরুর মাত্র দু'সপ্তাহ আগে আয়োজক দেশ হিসেবে ঘোষণা করা হয় ব্রাজিলের নাম। ছবি সৌজন্য: Getty Images

  • 6/10

২০১৯ সালের কোপা আমেরিকায় খেলতে পারেননি নেইমার। সেমি ফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে নেইমার বলেছিলেন, ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখিই হতে চাই। ছবি সৌজন্য: Getty Images

  • 7/10

কোপা আমেরিকা শুরুর মাত্র দু'সপ্তাহ আগে আয়োজক দেশ হিসেবে ঘোষণা করা হয় ব্রাজিলের নাম। ছবি সৌজন্য: Getty Images

  • 8/10

কোপা আমেরিকা ১৯৩৭ সালে প্রথম জিতেছিল আর্জেন্টিনা। অন্য তিনটিই জিতেছিল ব্রাজিল। ২০০৪ সালের কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়েছিল ব্রাজিল। রেগুলার টাইমে ম্যাচ ২-২ ড্র হয়েছিল। ছবি সৌজন্য: Getty Images
 

  • 9/10

ঠিক এক বছর পরেই জার্মানিতে কনফেডারেশন কাপে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল। সে বার ব্রাজিলের তারকারা ছিলেন আদ্রিয়ানো, কাকা, রোনাল্ডিনহোরা। ছবি সৌজন্য: Getty Images

  • 10/10

২০০৭ সালে আর্জেন্টিনা কোপা আমেরিকায় ফেভারিট হয়েও ফাইনালে মেসির আশায় জল ঢেলে দিয়েছিল ব্রাজিল। ৩-০ গোলে জিতেছিল। ছবি সৌজন্য: Getty Images

Advertisement
Advertisement