Advertisement

খেলা

PHOTOS: প্রেগন্যান্ট গার্লফ্রেন্ডকে নিয়ে প্রাইভেট জেটে অ্যাওয়ার্ড নিতে যান রোনাল্ডো, রইল ভিতরের ছবি

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jan 2022,
  • Updated 5:00 PM IST
  • 1/10

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিশেষ সম্মান দিয়েছেন ফিফা।  আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হওয়ায় এই সম্মান পেয়েছেন রোনাল্ডো। 

  • 2/10

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ ও বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন রোনাল্ডো।

  • 3/10

গত বছর সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১১০ তম গোল করে ইরানের আলি দেইকে ছাপিয়ে যান রোনাল্ডো। এখনও অবধি দেশের হয়ে ১৮৪ টি ম্যাচে ১১৫ গোল করেছেন তিনি।

  • 4/10

ফিফার কাছ থেকে সম্মান পেয়ে অভিভূত রোনাল্ডো। তিনি বলেন, ''এই পুরষ্কার পেয়ে আমি গর্বিত। ফিফাকে আমি সম্মান করি। ধন্যবাদ জানাই আমার স্ত্রী, পরিবারের সদস্যদের। খুব তাড়াতাড়ি আবার বাবা হব, তাই খুব গর্বিত।''

  • 5/10

ফের একবার জমজ সন্তানের বাবা হতে চলেছেন রোনাল্ডো। কিছুদিন আগেই গর্ভবতী হয়েছেন রোনাল্ডোর বান্ধবী জর্জিনা। সোশ্যাল মিডিয়ায় ছবিও দেন জর্জিনা। 

  • 6/10

ফিফা অ্যাওয়ার্ড জেতার পর রোনাল্ডো বলেন, ''আমার সতীর্থদের ধন্যবাদ। কোনওদিন ভাবিনি ১১৫ টা গোল করব জাতীয় দলের হয়ে। এর আগে ১০৯ টি গোল করার রেকর্ড ছিল। আমি এখন ছয় গোলে এগিয়ে।''

  • 7/10

সুজারল্যান্ডের জুরিখে ফিফার অনুষ্ঠানে যোগ দিতে প্রাইভেট জেটে করে পৌঁছান তিন জন।

  • 8/10

২০১৬ সাল থেকেই জর্জিনার সঙ্গে সম্পর্কে রয়েছেন রোনাল্ডো। ২০০৩ সালে অভিষেক হওয়ার পর থেকে অনেক মহিলার সঙ্গেই ডেট করেছেন রোনাল্ডো। সেই তালিকায় রয়েছেন প্যারিস হিলটন, মিয়া জুডেকান, অলিভিয়ারা  

  • 9/10

এখনও খেলা উপভোগ করেন বলেই জানান রোনাল্ডো। তিনি বলেন, '' খেলার প্রতি এখনও আমার আবেগ রয়েছে। মাত্র পাঁচ-ছয় বছর বয়স থেকেই আমি খেলতাম। নিজেকে আনন্দ দেওয়াই মূল উদ্দেশ্য।''

  • 10/10

রোনাল্ডোর স্বপ্ন এবারের বিশ্বকাপে যোগ দেওয়ার। তবে পর্তুগাল এখনও বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। ফলে কাতার বিশ্বকাপে পর্তুগালের খেলা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।''

Advertisement
Advertisement