Advertisement

খেলা

কার্তিক-ইশান্ত সহ দেশের কিছু তারকা প্লেয়ারদের বউরাও দুর্দান্ত অ্যাথলিট, চিনে নিন

Aajtak Bangla
  • 11 Aug 2022,
  • Updated 5:28 PM IST
  • 1/10

ভারতে এমন অনেক ক্রীড়াবিদ রয়েছেন যারা তাঁদের জীবনসঙ্গী হিসেবে আরও একজন ক্রীড়াবিদকে বেছে নিয়েছেন। এই তালিকায়, প্রয়াত মিলখা সিং যেমন রয়েছেন, তেমনি রয়েছেন টিম ইন্ডিয়ার উইকেট রক্ষক ব্যাটার দীনেশ কার্তিক ও ভারতীয় দলের পেসার ইশান্ত শর্মা।

  • 2/10

দীনেশ কার্তিক-দীপকা পাল্লিকল: নিকিতা ভাঞ্জারাকে ২০০৭ সালে বিয়ে করেন দীনেশ কার্তিক। তবে কার্তিকের সতীর্থ মুরলী বিজয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় কার্তিক ও নিকিতার বিয়ে ভেঙে যায়। এরপর ২০১৫ সালে স্কোয়াশ প্লেয়ার দীপকা পাল্লিকলকে বিয়ে করেন কার্তিক। কিছুদিন আগেই কমনওয়েলথ গেমসে দীপকা পাল্লিকল মিক্সড ডাবলসে ব্রোঞ্জ জিতেছেন।

  • 3/10

ইশান্ত শর্মা ও প্রতিমা সিং: ভারতীয় দলের ফাস্ট বোলার ইশান্ত শর্মা বিয়ে করেন ভলিবল প্লেয়ার প্রতিমা সিংকে। ২০১৬ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন এই প্লেয়ার দম্পতি। এক স্থানীয় ভলিবল টুর্নামেন্টে অতিথি হয়ে গিয়েছিলেন ইশান্ত। সেখানেই ভারতের ফাস্ট বোলার প্রেমে পড়ে যান।

  • 4/10

পুনেল্লা গোপিচাঁদ ও পিভিভি লক্ষ্মী: ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিক্সে ভারতের হয়ে খেলেছিলেন পিভিভি লক্ষ্মী। অন্যদিকে ১৯৯৮ কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে ব্রোঞ্জ জেতেন তিনি। ২০০৬ সালে ভারতের ব্যাডমিন্টন দলের কোচ নির্বাচিত হন গোপিচাঁদ। ২০০২ সালে বিয়ে করেন এই দুই তারকা।   

  • 5/10

হীনা সিন্ধু ও রৌনক পণ্ডিত: এই দম্পতিও শুটিং করেন। রৌনকের কোচিংয়ে ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে হীনা ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জেতেন। ১০ মিটার এয়ার রাইফেলেও রুপো জেতেন হীনা। ২০১৩ সালে বিয়ে হয় দুইজনের। 

  • 6/10

রাজপাল সিং ও অভনীত কৌর: ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক রাজপাল সিং বিয়ে করেছেন শুটার অভনীত কৌরকে। ২০০৯ সালে তাঁরা বিয়ে করেন। রাজপালের অধিনায়কত্বে ২০১০ সালে সুলতান আজলান শাহ হকিতে দ্বিতীয় হয় ভারত। ২০০৬ কমনওয়েলথে ১০ মিটার শুটিংয়ে রুপো জিতেছিলেন অভনীত।

  • 7/10

গীতা ফোগাট ও পবন কুমার: সাক্ষী মালিক ও সত্যওয়ার্ট কাদিয়ানের মত গীতা ফোগাট ও পবন কুমারও রেসলিং করেন। কমনওয়েলথ গেমসেও তাঁর পদক রয়েছে। ২০১০ সালের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন গীতা। ২০১১ সালে কমনওয়েলথে সোনা জিতেছিলেন পবন। 

  • 8/10

সাক্ষী মালিক ও সত্যওয়ার্ট কাদিয়ান: দুই জনেই রেসলিংয়ের সঙ্গে জড়িত। ২০১৬ রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতেন সাক্ষী। ২০১৭ সালে বিয়ে করেন দুইজন। সদ্যসমাপ্ত কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন সাক্ষী।

  • 9/10

সাইনা নেহওয়াল ও পুরাপল্লী কাশ্যপ: এই দম্পতির দুই জনেই ব্যাডমিন্টন খেলেন। ব্যডমিন্টন শিখতে গিয়েই আলাপ হয় দুই জনের। ২০১৮ সালে সাইনা নেহওয়াল ও পুরাপল্লী কাশ্যপ বিয়ে করেন। ২০১৪ সালে কমনওয়েলথ গেমসে সোনা জেতেন পুরাপল্লী কাশ্যপ। লন্ডন অলিম্পিক্সে ২০১২ সালে ব্রোঞ্জ জেতেন সাইনা। 

  • 10/10

মিলখা সিং-নির্মল কৌর: ফ্লাইং শিখ মিলখা সিং গত বছরেই প্রয়াত হন। ১৯৫৬ সালে নির্মলের সঙ্গে প্রথমবার দেখা হয় মিলখা সিংয়ের। পেশায় ভলিবল প্লেয়ার নির্মল ভারতের অধিনায়কও ছিলেন। 
 

Advertisement
Advertisement