Advertisement

খেলা

IPL ফাইনাল জিতে ব্র্যাভোকে খোঁচা দিলেন পোলার্ড, কারণটা জানেন?

Aajtak Bangla
  • 11 Nov 2020,
  • Updated 8:37 PM IST
  • 1/4

পোলার্ড বললেন, "এটা আমার কাছে একটা আলাদা অনুভূতি। এই জয়টা আমার কেরিয়ারে যথেষ্ট গুরুত্বপূর্ণ। পাঁচটা ট্রফি। গত ১১ বছর ধরে আমরা এই টুর্নামেন্ট খেলছি। আজ আমাদের কাছে একটা উৎসবের দিন। ট্রফি এবং প্রতিভার বিচারে আপনি বলতেই পারে, মুম্বই ইন্ডিয়ান্সই টি-২০ ক্রিকেটের সেরা দল।"

  • 2/4

ম্যাচের পরে পোলার্ড বললেন, "ডোয়েন ব্র্যাভো, তুমি আমার থেকে পিছনে আছো (সবথেকে বেশি টি-২০ খেতাব জয়ের পরিসংখ্যান অনুসারে)। আমি আপাতত ক্যামেরায় এইটুকুই বলতে চাই।"

  • 3/4

ক্রিকেট বিশ্বের বিভিন্ন টি-২০ টুর্নামেন্ট মিলিয়ে এখনও পর্যন্ত ১৫টি খেতাব জয় করেছেন পোলার্ড। এরমধ্যে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই তো পাঁচবার তিনি খেতাব জয় করেছেন।

  • 4/4

ওয়েন্ড ইন্ডিজ়ের অলরাউন্ডার কায়রন পোলার্ড মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৩,০০০ রান করেছেন। আইপিএল-১৩ মরশুমে তিনি ২৬৮ রান করেন। স্ট্রাইক রেট ১৯১.৪২।

Advertisement
Advertisement