Advertisement

খেলা

অ্যাডিলেডে ক্রমশ বাড়ছে করোনার সংখ্যা, মেলবোর্নে হতে পারে দিন-রাতের টেস্ট

Aajtak Bangla
  • 18 Nov 2020,
  • Updated 2:57 PM IST
  • 1/5

আগামী ২৭ নভেম্বর থেকে তিনটি একদিনের ম্যাচের এবং তিনটি টি-২০ ম্যাচের সিরিজ় খেলবে ভারতীয় ক্রিকেট দল। ওডিআই এবং টি-২০ সিরিজ় ২৭ নভেম্বর থেকে ৮ ডিসেম্বরের মধ্যে সিডনি এবং ক্যানবেরার মধ্যে খেলা হবে। এরপর ১৭ ডিসেম্বর থেকে চার ম্যাচের টেস্ট সিরিজ় শুরু হবে।

  • 2/5

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (MCG) শীর্ষকর্তা স্টুয়ার্ট ফক্স জানালেন যে অ্যাডিলেডে যদি ক্রমাগত করোনা আক্রান্তের ঘটনা বাড়তেই থাকে, তাহলে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ মেলবোর্নে আয়োজন করা হতে পারে। সেক্ষেত্রে এমসিজি একেবারেই প্রস্তুত হয়ে আছে। প্রসঙ্গত, এটা দিন-রাতের টেস্ট ম্যাচ হতে চলেছে। 

  • 3/5

প্রতিদিন দক্ষিণ অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই ঘটনাকে মাথায় রেখেই ওখানকার প্রিমিয়ার স্টিভেন মার্শাল অ্যাডিলেডেই প্রথম টেস্ট ম্যাচ আয়োজন করার ব্যাপারে যথেষ্ট আশাবাদী। তিনি জানিয়েছেন, অ্যাডিলেডে যাতে এই ম্যাচের আয়োজন করা যায়, তারজন্য পূর্ণ চেষ্টা করা হবে। কিন্তু, শেষপর্যন্ত কী হবে তা ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়াই ভালো। 
 

  • 4/5

মার্শালের এই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে ফক্স বললেন, "যদি এই টেস্ট ম্যাচ অ্যাডিলেডে একান্ত আয়োজন করা সম্ভব না হয়, সেটা আয়োজন করতে এমসিজি একেবারে প্রস্তুত।" প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর থেকে এই মেলবোর্নেই ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ আয়োজিত হবে।

  • 5/5

এমসিজির পাশাপাশি সিডনি ক্রিকেট গ্রাউন্ডও এই ম্যাচে আয়োজন করার ইচ্ছাপ্রকাশ করেছে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের শীর্ষকর্তা টোনি শেফার্ড বলেছেন, এই বিষয় নিয়ে কথা বলারই কোনও দরকার নেই। কারণ দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রশাসন খুব সহজেই করোনার মোকাবিলা করতে পারবে। 

Advertisement
Advertisement