আগামীকাল বড়দিন। খ্রীষ্ট ধর্মাবলম্বী মানুষদের কাছে এরথেকে বড় উৎসব আর নেই। আর সেই উৎসবের একদিন আগেই সান্তার ভূমিকায় অবতীর্ণ হলেন ইংল্যান্ডের তারকা ফুটবলার রহিম স্টারলিং। গৃহহীন দুই মহিলাকে তিনি নৈশভোজ করালেন।
ছবি সৌজন্য - টুইটার (@sterling7)
২৬ বছর বয়সি ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার বড়দিনের আগের রাতে বার্কশায়ারের একটি দোকানে বার্গার এবং চিকেন উইংস কিনতে গিয়েছিলেন।
ছবি সৌজন্য - টুইটার (@sterling7)
সেখানেই তিনি ৪০ ইউরোর এই খাবার মুখে তোলার আগেই দেখতে পান, দোকানের কাঁচের দরজার বাইরে দু'জন গৃহহীন মহিলা বসে রয়েছেন।
ছবি সৌজন্য - টুইটার (@sterling7)
দেখামাত্রই তাঁর মনের ভিতর থেকে দয়ালু চরিত্রটা ফুটে বেরিয়ে এল।
ছবি সৌজন্য - টুইটার (@sterling7)
দোকানের মালিক ওয়াসিব আরিফ জানালেন, "রহিম আমার কাছে ওই ভিখারিনীদের সম্পর্কে জানতে চান। ওরা সবসময় এখানেই থাকে জানতে পেরে তিনি খুবই বিস্মিত হন।"
ছবি সৌজন্য - টুইটার (@sterling7)
"এরপর তিনি জিজ্ঞাসা করেন যে ওই গৃহহীন মহিলাদের জন্য় তিনি কিছু খাবার কিনে দিতে পারেন কি না! ড্রাগস কিংবা অ্যালকোহলের জন্য টাকা দেওয়ার থেকে ভালো যে তাঁদের কিছু খাবার কিনে দেওয়া। আমি বলি, 'হ্যাঁ আপনি অবশ্যই পারেন'।"
ছবি সৌজন্য - টুইটার (@sterling7)
এরপর রহিম চিকেন এবং বার্গার অর্ডার দেন যেগুলো তিনটে আলাদা আলাদা বাক্সতে রাখা হয়।
ছবি সৌজন্য - টুইটার (@sterling7)
খাবারের প্যাকেটগুলো ওই মহিলাদের হাতে তুলে দেওয়ার আগে তিনি ওয়াসিব এবং দোকানের অন্য কর্মীদের ২০ ইউরো বকশিস দেন। ওয়াসিব যোগ করেন, "এরপর তিনি ওই তিনটে ব্যাগ নিজের হাতে তুলে নেন এবং দোকান থেকে বেরিয়ে যান। দোকানের অন্য কোনও কর্মীকেও তিনি ওই কাজটা করতে বলতে পারতেন। এরথেকেই বোঝা যায় যে তিনি কতটা বিনয়ী... একজন অসাধারণ ভদ্রলোক।"
ছবি সৌজন্য - টুইটার (@sterling7)
গত মঙ্গলবার আর্সেনালকে এমিরেটস স্টেডিয়ামে ৪-১ গোলে পরাস্ত করেছে ম্যানচেস্টার সিটি। এরপরই তারা কারাবাও কাপের সেমিফাইনালে পৌঁছে যায়।
ছবি সৌজন্য - টুইটার (@sterling7)