Advertisement

খেলা

FIFA World Cup 2022: কাতারে ইংল্যান্ড ফুটবলারদের গার্লফ্রেন্ড-পার্টনার-স্ত্রীদের লাক্সারি ক্রুজ, PHOTOS

Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Nov 2022,
  • Updated 1:28 PM IST
  • 1/6

ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2022) অনুষ্ঠিত হচ্ছে কাতারে। ৩০ মিলিয়ন জনসংখ্যার দেশটি এবারের ফুটবল বিশ্বকাপের আয়োজক। সারা বিশ্বের ভক্তদের নজর রয়েছে কাতারে। তবে হোটেল বা অন্যান্য জায়গায় তাদের বেশ কিছু সমস্যার সামনে পড়তে হয়েছে। পুরো বিশ্বকাপ পর্যন্ত ইংল্যান্ডের (England) অনেক ভক্ত, খেলোয়াড়দের পরিবার ও বন্ধুরা ক্রুজ জাহাজে থাকবেন। 
 

  • 2/6

প্রায় এক বিলিয়ন পাউন্ড মূল্যের এই ক্রুজ জাহাজে সমস্ত সুবিধা পাওয়া থাকছে। এটি একটি পাঁচ তারকা হোটেলের চেয়ে কম নয়। এই কারণেই ইংল্যান্ডের সব ফুটবলারদের বান্ধবী বা স্ত্রী ও পরিবারের সদস্যরা এই ক্রুজে থাকছেন। জেনে নিন এই ক্রুজের বিশেষত্ব। 
 

  • 3/6

যে ক্রুজে এরা সবাই রয়েছেন তার নাম MSC ওয়ার্ল্ড ইউরোপা। যা বিশ্বের বৃহত্তম ক্রুজ জাহাজের মধ্যে একটি বলে গণ্য করা হয়। এটিতে প্রায় ৩৩টি বার এবং ক্যাফে, ১৪টি পুল, ১৩টি  ডাইনিং ভেন্যু, ৬টি সুইমিং পুল রয়েছে। 
 

  • 4/6

পুরো বিশ্বকাপ চলাকালীন এই ক্রুজটি দোহার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থাকবে। একটি পাঁচ তারকা হোটেল হিসেবে কাজ করবে। এই ক্রুজে প্রায় ৭০০০ জনের থাকার ব্যবস্থা রয়েছে। এই ক্রুজে যারা রয়েছেন তাঁরা সকলেই ইংল্যান্ডের ফুটবলারদের আত্মীয় ও বন্ধু।
 

  • 5/6

এই ক্রুজে ২৫০০টিরও বেশি কেবিন রয়েছে। এখানে  বিছানা, ওয়ারড্রোব, বাথরুম, টিভির মতো সুবিধা রয়েছে। এখানকার রেস্তোরাঁয় সারা বিশ্বের বিভিন্ন দেশের খাবার পাওয়া যায়। কন্টিনেন্টাল খাবারও পাওয়া যায় যাতে কোনও ফ্যানকেই কোনও সমস্যায় পড়তে হয় না।
 

  • 6/6

এই ক্রুজে ২৫০০টিরও বেশি কেবিন রয়েছে। এখানে  বিছানা, ওয়ারড্রোব, বাথরুম, টিভির মতো সুবিধা রয়েছে। এখানকার রেস্তোরাঁয় সারা বিশ্বের বিভিন্ন দেশের খাবার পাওয়া যায়। কন্টিনেন্টাল খাবারও পাওয়া যায় যাতে কোনও ফ্যানকেই কোনও সমস্যায় পড়তে হয় না।
 

Advertisement
Advertisement