এই বছরের শেষদিকে কাতারে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপ। জার্মানি এবারের বিশ্বকাপে অংশ নিতে চলেছে। ২০১৪ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। স্পেন, জাপান, কোস্টারিকার সঙ্গে একই গ্রুপে রয়েছে জার্মানি। এমন অবস্থায় লড়াই একেবারেই সহজ হবে না।
তবে বিশ্বকাপ শুরুর আগে অন্য সমস্যায় পড়তে হল জার্মান দলকে। দলের অনেক ফুটবলারই বিশ্বকাপের মত বড় মঞ্চে পরিবারের সদস্যদের সঙ্গে চান। তবে পরিবারের জন্য হোটেল পেতে সমস্যা হচ্ছে তাদের। হোটেল পাওয়া গেলেও ভাড়া শুনে মাথায় হাত গুন্দোগানদের।
সার্জ গ্যানাব্রি, জোশুয়া কিমিচ, কেভিন ট্র্যাপ, ইল্কে গুন্দোগান এবং কাই হাভার্টজের মতো খেলোয়াড়রা তাদের স্ত্রী ও বান্ধবীকে নিয়ে কাতারে নিয়ে যেতে পারছেন না। দলের প্রধান কোচ হ্যান্সি ফ্লিকও তাঁর পরিবারকে সঙ্গে আনতে চান কারণ তিনি বিশ্বাস করেন যে পরিবার সঙ্গে থাকলে একটা ভাল পরিবেশ তৈরি হয়।
বেশ কিছু ফুটবলার যেমন, ম্যানুয়েল নয়ার, টমাস মুলার এবং জোশুয়া কিমিচ, এই সপ্তাহের শেষের দিকে জার্মান দলের কর্তৃপক্ষের সঙ্গে এই ব্যাপারে একটি বৈঠক করবেন। কিমিচ বলেছেন, "সাধারণত অনেক বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে আসবেন, তবে হোটেলে জায়গা পাওয়া খুব কঠিন।
জার্মান দলের প্রধান খেলোয়াড়দের মধ্যে রয়েছে ইলকে গুন্দোগানের নাম। গুন্দোগান ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটির (Manchester City) হয়ে খেলেন। গুন্দোগান এই বছরের জুনে সারা আরফোইকে বিয়ে করেন। সারা আরফোই একজন টিভি অ্যাঙ্কর।
গোলরক্ষক কেভিন ট্র্যাপও চাইবেন এবারের বিশ্বকাপে নিজের ছাপ রেখে যেতে। তবে ম্যানুয়েল নয়ার দলে থাকায় তাঁর সুযোগ পাওয়া কঠিন হবে। ট্র্যাপ ২০১৮ বিশ্বকাপে জার্মান দলে ছিলেন। কেভিন ট্র্যাপ বর্তমানে মডেল ইসাবেল গোলার্টের সঙ্গে ডেট করছেন। মডেল ইসাবেল গৌলার্ট আগে ভিক্টোরিয়ার সিক্রেট গার্ল ছিলেন এবং স্পোর্টস ইলাস্ট্রেটেডের জন্য মডেলিং করেছেন।
তরুণ খেলোয়াড় কাই হাভার্টজও বিশ্বকাপ দলে জায়গা পাবেন বলে আশা করা হচ্ছে। ২৩ বছর বয়সী হাভার্টজ চেলসির ক্লাব ফুটবল খেলেন। হাভার্টজ তাঁর ছোটবেলার বন্ধু সোফিয়া ওয়েবারের সঙ্গে ডেট করছেন।
এই ব্যাপারে দারুণ ভাগ্যবান ইংল্যান্ড। ইতিমধ্যেই তারা তাদের খেলোয়াড়দের জন্য বিলাসবহুল আবাসনের ব্যবস্থা করেছে। রিসোর্টে এক রাত থাকার জন্য ৬,০০০ ইউরো খরচ করতে হবে তাদের। যারা পরিবারের সঙ্গে যাবেন তাদের জন্য রয়েছে পাঁচ শয্যার ভিলা।