Advertisement

খেলা

FIFA World Cup Golden Boot: গোল্ডেন বুটের লড়াইয়ে এখনও এগিয়ে এমবাপে, মেসি পারবেন?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Dec 2022,
  • Updated 10:52 AM IST
  • 1/6

বিশ্বকাপ (FIFA World Cup 2022) প্রায় অন্তিম পর্যায়ে। মঙ্গলবার রাত থেকে শুরু হচ্ছে সেমি ফাইনাল ম্যাচ। প্রচুর গোল হয়েছে এবারের বিশ্বকাপে। অনেক অঘটনের সাক্ষী থেকেছে কাতার বিশ্বকাপ। ফলে প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন অনেক নামী ফুটবলার। এখনও অবধি গোল্ডেন বুটের (Golden Boot) দৌড়ে কারা এগিয়ে?
 

  • 2/6

গোল্ডেন বুটের লড়াইয়ে অনেকটাই এগিয়ে ফ্রান্সের (France) কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। নিয়মিত গোল করে চলেছেন তিনি। আরও একবার ফ্রান্সকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যে এগিয়ে চলেছেন পিএসজি তারকা। ইতিমধ্যেই ৫টি গোল হয়ে গিয়েছে তাঁর। 
 

  • 3/6

সেমি ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে মরক্কো (Morocco)। এই ম্যাচে এক বা একাধিক গোল করতে পারলে অনেকটাই ধরা ছোঁয়ার বাইরে চলে যাবেন এমবাপে। রবে, এবারের বিশ্বকাপে সকলকে চমকে দিয়েছে মরক্কো (France vs Morocco)। বলা ভাল মরক্কোর ডিফেন্স। এখনও অবধি একটাও ম্যাচ হারেনি তারা। সেমি ফাইনালে ফের জ্বলে উঠতে পারবেন ফরাসি স্ট্রাইকার?
 

  • 4/6

গোল্ডেন বুটের দৌড়ে দুই নম্বরে রয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। তিনি নিজে যেমন গোল করছেন, ঠিক তেমনই গোল করাচ্ছেন। ইরিমধ্যেই চারটি গোল হয়ে গিয়েছে তাঁর। এমবাপে এখনও এগিয়ে। সেমি ফাইনালেই কি পিএসজি (PSG) তারকাকে টপকে যাবেন বিশ্ব ফুটবলের এই সুপারস্টার?
 

  • 5/6

গোল্ডেন বুটের লড়াইয়ে তিন নম্বরে রয়েছেন ফ্রান্সের আরও এক তারকা অলিভার জিরু (Olivier Giroud)। ইতিমধ্যেই চারটি গোল করে ফেলেছেন তিনি। ফ্রান্সের হয়ে বিশ্বকাপের মঞ্চে তিনিই এখন সর্বোচ্চ গোলদাতা। 
 

  • 6/6

জিরুও দারুণ ছন্দে রয়েছেন। আরও একটা গোল করতে পারলে তিনি মেসিকে পেছনে ফেলে দেবেন। তবে তাঁর সতীর্থ এমবাপে এখনও এগিয়ে। মরক্কোর বিরুদ্ধে দুই গোল করতে পারলে তাঁকে ছুঁয়ে ফেলবেন জিরু।
 

Advertisement
Advertisement