রবিবার সকালে বিশ্বকাপ (FIFA World Cup 2022) ফাইনাল দেখতে কাতার উড়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও। রবিবার বিকেলেই কাতারে পৌঁছে যাবেন সৌরভ। রাত সাড়ে আটটায় শুরু হবে বিশ্বকাপ ফাইনাল (Argentina vs France)।
লিওনেল মেসির (Lionel Messi) হাতেই কাপ দেখতে চান বাংলার মহারাজ। ব্রাজিল সমর্থক হলেও মেসির ফুটবল তাঁকে আকৃষ্ট করে। আগেই সৌরভ জানিয়ে দিয়েছিলেন, এবারের বিশ্বকাপ দেখতে কাতারে হাজির থাকবেন তিনি।
মারাদোনার ফুটবলেরও দারুণ ভক্ত সৌরভ। তবে সামনে থেকে কোনও দিনই তাঁর খেলা দেখার সুযোগ পাননি তিনি। তবে মেসির খেলা মিস করতে নারাজ মহারাজ। এটাই হয়ত আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ।
সেমি ফাইনাল থেকে কাতারে বিশ্বকাপ দেখতে যাওয়ার কথা থাকলেও কাজের চাপে তা আর হয়ে ওঠেনি। তবে ফাইনালে মাঠে থাকবেন তিনি। আর সেই জন্যই দ্রুত কাতারের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, ''মেসি বড় মাপের ফুটবলার। এতদিন ধরে খেলছে। ও নিজেই একটা ইতিহাস। আমার মনে হয়, বিশ্বকাপের ট্রফিটা ওর পাওয়া উচিত।'
তবে এমবাপেরাও যে ছেড়ে কথা বলবেন না তা স্পষ্ট জানিয়ে দেন সৌরভ। সৌরভ বলেন, 'ফ্রান্সও জমি ছাড়বে না। গতবারের চ্যাম্পিয়ন, দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছে সকলে। তাই ওদের হারাতে গেলে দারুণ পারফর্ম করতে হবে আর্জেন্টিনাকে।'
গতবারের বিশ্বকাপ দেখতে রাশিয়া উড়ে গিয়েছিলেন সৌরভ। চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতেও বেশ কয়েকবার বিদেশে পাড়ি দিয়েছেন সৌরভ। এবারেও ফাইনাল ম্যাচ দেখতে কাতারে চলে গেলেন তিনি।
ফাইনালের পরের দিন কাতার শহর ঘুরে দেখার পরিকল্পনাও রয়েছে তাদের। কাজের জন্য ব্যস্ত থাকায়, এতদিন কাতারে ম্যাচ দেখতে যেতে পারেননি সৌরভ।