Advertisement

খেলা

FIFA World Cup 2022: চোট হোক বা কোচের অপছন্দ, বিশ্বকাপে খেলতে দেখা যাবে না যে তারকাদের

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Nov 2022,
  • Updated 3:44 PM IST
  • 1/10

ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022) শুরু হতে মাত্র ৫ দিন বাকি রয়েছে। ইতিমধ্যেই অংশ নেওয়া সমস্ত দেশই তাদের দল ঘোষণা করে ফেলেছে। তবে এমন কিছু ফুটবলার রয়েছেন যারা এবারের বিশ্বকাপে খেলতে পারবেন না। 
 

  • 2/10

স্পেন সের্জিও র‍্যামোসকে (Sergio Ramos) দলে না রেখেই টিম গড়েছে। তিনি খেললে এটা তাঁর পঞ্চম বিশ্বকাপ হত। তবে লুইস এনরিকের (Luis Enrique) দলে জায়গা হয়নি পিএসজি (PSG) ডিফেন্ডারের। পঞ্চম বিশ্বকাপ খেলতে পেরে আক্ষেপ চেপে রাখতে পারেননি স্পেনের বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'ভাবতেই পারছি না বাড়ি বসে বিশ্বকাপ দেখতে হবে।'  
 

  • 3/10

স্প্যানিশ বিশ্বকাপের দলে জায়গা পাননি ডেভিড দে হেয়াও (David de Gea)। ম্যাঞ্চেস্টার ইউবাইটেডের (Manchester United) তারকা গোলরক্ষককেও দলে রাখেননি এনরিকে। তাঁর দল গঠন নিয়ে নানা প্রশ্ন উঠলেও নিজের সিদ্ধান্ত নিয়ে এনরিকে বলেন, 'বিশ্বকাপ জিততে পারলে সব মুখ বন্ধ হয়ে যাবে।'
 

 

  • 4/10

ইংল্যান্ড দলে জায়গা পাননি ট্যামি আব্রাহাম (Tammy Abraham)। এ এস রোমার (AS Roma) এই স্ট্রাইকারকে দলে না রাখায় সাউথগেটের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন বেশ কয়েকজন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন ডিফেন্ডার রিও ফার্দিনান্দও।

 
 

  • 5/10

ইংল্যান্ড দলে জায়গা পাননি ট্যামি আব্রাহাম (Tammy Abraham)। এ এস রোমার (AS Roma) এই স্ট্রাইকারকে দলে না রাখায় সাউথগেটের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন বেশ কয়েকজন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন ডিফেন্ডার রিও ফার্দিনান্দও।  
 

  • 6/10

কয়েক বছর ধরেই ভাল খেলা জর্ডন স্যাঞ্চোকেও (Jadon Sancho) দলে রাখেননি সাউথগেট। এই সিদ্ধান্তও অবাক করেছে প্রাক্তনদের। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকার ক্লাব ফুটবলে ভাল খেলেছেন। 
 

  • 7/10

ব্রাজিলিয়ান দলে জায়গা পাননি রবার্ত ফিরমিনহো। তিতের দলে লিভারপুল (Liverpool) তারকার জায়গা না পাওয়ায় প্রশ্ন তুলেছেন সমর্থকরা। লিভারপুলের জার্সিতে ২০১৫ মরশুম থেকে খেলছেন। ব্রাজিলের হয়ে ৫৫টি ম্যাচে ১৭টি গোল রয়েছে এই স্ট্রাইকারের। 
 

 

  • 8/10

চোটের জন্য ফ্রান্স দল থেকে বাদ পড়েছেন পল পোগবা (Paul Pogba)। হাঁটুর চোটের জন্য একবার অস্ত্রোপচার হয়েছিল তাঁর। ফের সেই হাঁটুতেই চোট পাওয়ায় এবারের বিশ্বকাপে খেলতে পারছেন না গতবারের বিশ্বজয়ী তারকা।  
 

  • 9/10

চোট পেয়ে ছিটকে গিয়েছেন জার্মানির টিমো ওয়ার্নারও (Timo Werner)। গোড়ালির চোটের জন্য ছিটকে যেতে হল তাঁকে। লেপজিকের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চোট পান এই তারকা ফুটবলার। 
 

 

  • 10/10

হ্যামস্ট্রিং চোটের জন্য বিশ্বকাপ খেলা হল না আর্জেন্টিনার গিওভানি লো সেলসোর (Giovani Lo Celso)। তরুণ এই মিডফিল্ডারের হ্যামস্ট্রিং-এ অস্ত্রোপচার হবে। 
 

Advertisement
Advertisement