Advertisement

খেলা

FIFA World Cup 2022: গাভি-মৌকোকো... এই টিন এজাররাই কাঁপাতে পারেন কাতার বিশ্বকাপ, PHOTOS

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Nov 2022,
  • Updated 1:03 PM IST
  • 1/7

প্রতি বিশ্বকাপেই কিছু তরুণ ফুটবলার উঠে আসেন। এবারের ফিফা বিশ্বকাপেও (FIFA World Cup 2022) এমন অনেক ফুটবলার রয়েছেন যাদের প্রতিভা সকলকে অবাক করে দিতে পারে। সেই সমস্ত তরুণদের ওপর ভর করে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখে সেই দেশ। যেমন স্পেনের গাভি, জার্মানির মৌকোকোকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন দুই দেশের সমর্থকরা।
 

  • 2/7

দেখে নেওয়া যাক এমন পাঁচ ফুটবলারকে যারা ভবিষ্যতে তারকা হয়ে উঠতে পারেন। সেই তালিকায় রয়েছেন, কিছু অনামী ফুটবলাররাও। এটাই তাঁদের প্রথম বিশ্বকাপ।
 

  • 3/7

গাভি: স্পেনের (Spain) এই ফুটবলার ইতিমধ্যেই বিশ্ব ফুটবলে বেশ পরিচিত নাম। ইরিমধ্যেই দেশের জার্সি গায়ে ইতিহাস গড়ে ফেলেছেন তিনি। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে খেলেছেন এই মিডফিল্ডার। দেশের পাশাপাশি ফুটবল ক্লাব বার্সেলোনার হয়েও বড় ভূমিকা নিতে দেখা গিয়েছে গাভিকে (Gavi)। স্পেনের সাফল্যের ক্ষেত্রেও বড় বাজি হতে পারেন এই তরুণ ফুটবলার।

  • 4/7

ইউলৌফা মৌকোকো: জার্মান(German) তারকা টিমো ওয়ার্নারের (Timo Warner) চোট থাকায় দলে সুযোগ পেয়েছেন মৌকোকো (Youssoufa Moukoko)। বরুশিয়া ডর্টমুন্ডের এই ফুটবলার হ্যান্সি ফ্লিকের দলের অন্যতম ভরসা হয়ে উঠতে পারেন। তিনিই এই বিশ্বকাপের কনিষ্ঠতম  ফুটবলার। ক্যামেরুনে জন্ম হলেও ১০ বছর বয়স থেকেই জার্মানিতে থাকতে শুরু করেন মৌকোকো। গতকাল ওমানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছিলেন মৌকোকো। 

  • 5/7

গারং কুওল: এখনও অবধি অস্ট্রেলিয়ার হয়ে একটি মাত্র ম্যাচ খেলেছেন কুওল (Garang Kuol)। দক্ষিণ সুদানে জন্ম হলেও অস্ট্রেলিয়ায় চলে এসেছিলেন তিনি। বিশ্বকাপের পরেই প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসেল ইউনাইটেডে যোগ দেবেন তিনি। মরশুমের শুরুতে বার্সেলোনার বিরুদ্ধে প্রীতি ম্যাচে খেলেছেন কুওল। 
 

  • 6/7

জিউসন বেনেট: জিউসন (Jewison Bennette) সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে কোস্টারিকার হয়ে খেলে রেকর্ড গড়েছেন বেনেট। গত বছর দেশের জার্সিতে অভিষেক হয়েছে বেনেটের। দেশের জার্সিতে ৭ ম্যাচে ২ গোল করেছেন বেনেট। ইংল্যান্ডের ক্লাব সান্দারল্যান্ডের হয়ে খেলেছেন এই স্ট্রাইকার। কোস্টারিকার এই তরুণ স্ট্রাইকারকে রেখেই দল গড়েছেন কোচ ফার্নান্দো সুয়ারেজ।
 

  • 7/7

বিলাল এল খানস: বেলজিয়ামে জন্ম হলেও মরক্কোর হয়ে বিশ্বকাপে খেলবেন বিলাল (Bilal El Khannous)। সিনিয়র পর্যায়ে আফ্রিকার এই দেশের হয়ে এখনও অভিষেক হয়নি তাঁর। অ্যাটাকিং মিডফিল্ডারকে তবুও তাঁকে দলে নিয়েছে বেলজিয়াম।                  
 

Advertisement
Advertisement