Advertisement

খেলা

FIFA World Cup 2022: ম্যাচ জিতেই 'বিদ্রোহ', প্রেয়সীকে চুম্বন এই ৩ ফুটবলারের, PHOTOS

Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Nov 2022,
  • Updated 7:05 PM IST
  • 1/7

কাতারে প্রকাশ্যে চুম্বন একেবারেই নিষিদ্ধ। এমনটা করলে বড় শাস্তির মুখে পড়তে হতে পারে যুগলকে। কারাবাস হতে পারে আবার দেশ থেকে বেরও করে দেওয়া হতে পারে। তবে এবার বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চে মাঠেই সেই আইন ভাঙলেন বেলজিয়ামের তিন তারকা ফুটবলার। 
 

বিশ্বকাপের সব খবরের জন্য এখানে ক্লিক করুন

  • 2/7

কানাডার (Belgium vs Canada) বিরুদ্ধে ১-০ গোলে ম্যাচ জিতে, বান্ধবীকে চুম্বন করলেন গোলরক্ষক থিবাও কুর্তোয়া (Thibaut Courtois)। ম্যাচের পর একই কাজ করলেন বেলজিয়ামের কেভিন ডি ব্রুইন (Kevin De Bruyne) ও লিয়েন্ডার ডেনডোনকার। 

  • 3/7

১-০ গোলে কানাডার বিরুদ্ধে ম্যাচ জিতে স্টেডিয়ামে থাকা বান্ধবীকে চুম্বন কুর্তোয়ার একই কাজ করলেন কেভিন ডি ব্রুইন ও লিয়েন্ডার ডেনডোনকার (Leander Dendoncker)। তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 
 

  • 4/7

ম্যাচে যথেষ্ট কষ্ট করেই জিততে হয়েছে বেলজিয়ামকে। ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়ে যায় কানাডা। তবে সেই স্পট কিক সেভ করেন কুর্তোয়া। বেলজিয়াম ভক্তদের মনে প্রশ্ন জাগছে, এর ফলে কি শাস্তির মুখে পড়তে হবে তারকা গোলকিপারকে? 
 

  • 5/7

দুই বছর ধরে একে অপরকে ডেট করছেন কুর্তোয়া ও মিশেল। স্প্যানিশ মডেল মিশেলের সঙ্গে লকডাউনের সময় আলাপ হয় কুর্তোয়ার। অনলাইনেই চলে প্রেমপর্ব। লকডাউন উঠে যাওয়ার পরে ডেট করতে দেখা যায় দুইজনকে। 
 

  • 6/7

কুর্তোয়া একা নন, বুধবার ম্যাচের পরে প্রকাশ্যে স্ত্রীকে চুম্বন করেছেন কেভিন দি ব্রুইন ও লিয়েন্ডার ডেনডোনকার। কাতারের আইন অনুযায়ী এই তিন জনের শাস্তি হবে কি না, তা নিয়ে বেশ চিন্তায় রয়েছেন বেলজিয়ামের সমর্থকরা। তবে এখনও পর্যন্ত কাতার প্রশাসনের তরফে এই ঘটনা নিয়ে কিছু জানানো হয়নি।  
 

  • 7/7

বেলজিয়ামের পরের ম্যাচ রবিবার মরক্কোর বিরুদ্ধে। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছ'টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
 

Advertisement
Advertisement