Advertisement

খেলা

IPL 2020-তে এই পাঁচ বিদেশি ক্রিকেটার করলেন সবথেকে খারাপ পারফরম্যান্স!

Aajtak Bangla
  • 13 Nov 2020,
  • Updated 5:31 PM IST
  • 1/5

ডেল স্টেইন :

এবছর ফিটনেস নিয়ে চূড়ান্ত সমস্যায় পড়েছিলেন দক্ষিণ আফ্রিকার স্পিডস্টার ডেল স্টেইন। রয়্যাল চ্যালেঞ্জার্স দলের হয়ে এত খারাপ পারফরম্যান্স তিনি আগে কখনও করেননি। মাত্র তিনটে ম্যাচ তিনি খেলেছেন এবং একটা মাত্র উইকেট শিকার করেছেন। বোলিং গড় ১৩৩ যা এবছর আইপিএলের সমস্ত বোলারদের মধ্যে সবথেকে খারাপ পরিসংখ্যান। সেহওয়াগ মজা করে বললেন, "একটা সময় ছিল যখন প্রত্যেকে এই স্টেইন গানকে ভয় পেত। কিন্তু এই মরশুমে স্টেইন গান তেমন পারফরম্যান্স করতে পারল না। বরং আমরা একটা 'দেশি কাট্টা' (দেশীয় একনলা ছোটো পিস্তল) দেখলাম। ওকে যে এভাবে কেউ পেটাচ্ছে, সেটা দেখে নিজের চোখকেই বিশ্বাস করা যায় না। আশা করা যায়, পরের বছর এই বন্দুকের কোনও নতুন ক্রেতাকে দরকার পড়বে।"

  • 2/5

অ্যারন ফিঞ্চ :

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সীমিত ওভারের অধিনায়ক এবারই প্রথম আইপিএল টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের হয়ে খেললেন। শুরুর দিকে দু'একটা ম্যাচ ভালো খেললেও, টুর্নামেন্ট যত সামনের দিকে এগিয়েছে, ততই ফিঞ্চের ব্যাটিংয়ের ধার যেন কমে গেছে। ১২টি ইনিংসে ফিঞ্চ মোট ২৬৮ রান করেছেন। গড় ২২.৫৩। সর্বোচ্চ তিনি ৫২ রান করেছেন। "বীরু কী বৈঠক" নামে এক ওয়েব শো'য়ে সেহওয়াগ খানিক মজা করেই বললেন, "আমি আমার নিজের ডাকনামটাই ওকে দিতে চাই। কারণ ওই হল ঠাকুর কোহলির আসল বীরু। কিন্তু, ব্যাঙ্গালোরের হয়ে ও একেবারেই ভালো পারফর্ম করতে পারল না।"

  • 3/5

গ্লেন ম্যাক্সওয়েল :

এবছর যদি কোনও ক্রিকেটারের উপরে কিংস ইলেভেন পঞ্জাব সমর্থকেরা সবথেকে বেশি বাজি ধরে থাকেন, তাহলে সেটা অবশ্য়ই গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু, তিনি যে এভাবে একটা 'ফ্লপ শো' দলকে উপহার দেবেন, সেটা বোধহয় কেউ কল্পনাও করতে পারেনি। প্রায় প্রত্যেক ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ম্যাক্সওয়েল। ১৩ ম্যাচে তিনি মাত্র ১০৮ রান করেছেন। গড় ১৫.৪২। কিন্তু, টিম ম্য়ানেজমেন্ট এই সুপারস্টার ক্রিকেটারকে বাদ দিতে চাননি। সেহওয়াগের টিপ্পনি, "বিগত কয়েকটা মরশুম ধরেই ম্যাক্সওয়েল খারাপ খেলতে শুরু করেছিলেন। কিন্তু, এবার যেন সমস্ত রেকর্ডকেই তিনি ছাপিয়ে গেলেন। আপনি বলতে পারেন, কোনও ক্রিকেটার সবথেকে বেশি টাকা নিয়ে ভারতে এসে ছুটি কাটিয়ে গেল।"

  • 4/5

আন্দ্রে রাসেল :

গত বছর আইপিএল টুর্নামেন্টে রাসেল মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারের খেতাব জয় করলেও, এবছর তিনি কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে জঘন্য পারফরম্যান্স করেন। ১০ ম্যাচে তিনি মাত্র ১১৭ রান করেছেন। এছাড়া হাফ ডজন উইকেট শিকার করেছেন। গত মরশুমে রাসেলের ব্যাটিং গড় যেখানে ৫৬ ছিল, এবছর তা নামতে নামতে ১৩-য় এসে ঠেকেছে। পাশাপাশি গোটা মরশুমেই তিনি নিজের ফর্ম এবং ফিটনেস নিয়ে যথেষ্ট বিব্রত ছিলেন। সেহওয়াগ বললেন, "এবছর প্রত্যেকটা ম্যাচে রাসেলকে নিয়ে আমাদের প্রত্যাশা আকাশছোঁয়া থাকলেও, প্রতিবারই ও আমাদের হতাশ করেছে। কলকাতা নাইট রাইডার্স যে প্লে অফে উঠতে পারেনি, তারজন্য অনেকাংশেই রাসেল দায়ী।"

  • 5/5

শেন ওয়াটসন :

আইপিএল শেষ হওয়ার আগেই সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিলেন অজ়ি অলরাউন্ডার শেন ওয়াটসন। এবছর ব্যাট হাতে কার্যত করুণ পারফরম্যান্স করেছেন তিনি। ১১ ম্যাচে মাত্র ২৯৯ রান। গড় ২৯.৯০। চেন্নাই সুপার কিংস দলের হয়ে শুরুটা একেবারেই ভালো করতে পারলেন না তিনি। এমনকী, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তো তিনটে ম্যাচ তাঁকে বসিয়েও দিয়েছিল। সেহওয়াগের কথায়, "এই ডিজ়েল ইঞ্জিনের (ওয়াটসন) থেকে চেন্নাই সুপার কিংসের সমর্থকদের প্রচুর প্রত্যাশা ছিল। কিন্তু, বেশ কয়েকবার ধাক্কা মারার পরেও অবশেষে আর চালু করা গেল না। আর মরশুমের শেষে উনি নিজের অবসরের কথা জানিয়ে দিলেন।"

Advertisement
Advertisement