অসাাধারণ প্রত্যাবর্তন করে দ্বিতীয় বারের জন্য ফরাসি ওপেন জিতলেন নোভাক জোকোভিচ। প্রথম দু'সেট পিছিয়ে পড়েও লড়াই ছাড়েননি জোকোভিচ।
প্রথম দুই সেটে চিচিপাসের কাছে ৬–৭ (৬–৮) ব্যবধানে হারেন। দ্বিতীয় সেটেও ৬–২ গেমে হেরে যান তিনি। তবে ঘুরে দাঁড়ান তৃতীয় সেট থেকে।
তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সেটের ফলাফল যথাক্রমে ৬-৩, ৬-২ ও ৬-৪। তবে পঞ্চম সেটেও প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন চিচিপাস। তবে পারেননি।
এই ফাইনাল জেতার সঙ্গে সঙ্গে ৫২ বছরের রেকর্ড ছুঁলেন তিনি। রয় এমার্সন ও রড লেভারের পর জোকোভিচই সেই খেলোয়াড় যিনি প্রতিটি গ্র্যান্ড স্ল্যাম ২ করে জিতেছেন।
আবার আজ জেতার ফলে ১৯টি গ্র্যান্ড স্ল্যাম জয় করে ফেললেন জোকোভিচ।
জেতার পর জোকোভিচ বলেন, গত ৪৮ ঘণ্টায় আমি প্রায় ৯ ঘণ্টা বিশ্বের দুই তাবড় তাবড় খেলোয়াড়ের সঙ্গে খেললাম। এটা খুব কঠিন কাজ। তবে আমার নিজের প্রতি বিশ্বাস ছিল।
তাঁকে ভরসা জোগানোর জন্য কোচের প্রশংসা করেন জোকোভিচ। প্রসঙ্গত, রজার ফেডেরার এবং রাফায়েল নাদাল ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন। তাঁদের থেকে মাত্র এক কদম দূরে জোকোভিচ।