ভারতীয় ক্রিকেট টিমের স্টার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া চোটের কারণে ট্র্যাক থেকে সামান্য সরে গিয়েছেন। এক সময় যাকে কপিল দেবের উত্তরসূরি বলা হচ্ছিল, তিনি এই মুহূর্তে জাতীয় দলে স্থান পাওয়ার জন্য লড়াই করছেন। তিনি এখন জিমে নিজের ঘাম ঝরাচ্ছেন। ফিটনেস ফিরে পেতে তিনি যে পদ্ধতি অবলম্বন করেছেন তা চমকপ্রদ। তিনি চাইনিজ স্টাইলে ব্রুস-লির মত প্র্যাকটিস করছেন। তিনি এই পদ্ধতির সঙ্গে ফিটনেস ফিরিয়ে আনতে চাইছেন। তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে একথা জানিয়েছেন।
চোট সারিয়ে ফেরার পর হার্দিক পান্ডিয়া এখন সোজা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২ এ অংশ নেবেন। তার আগে কোনও রকম টুর্নামেন্টে খেলছেন না। আইপিএলের আগে ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে প্রথম ফেজ এর খেলা হবে। আশা করা যাচ্ছে তিনি রঞ্জিতের অংশ নেবেন।
ফেব্রুয়ারিতে টিম ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলবে। এতে কারণে হার্দিকের নাম বাছাই করা হয়নি। এরপরই শ্রীলঙ্কা ভারতে আসবে। সেখানে ভারতীয় দলের সঙ্গে তাদের খেলা রয়েছে। এতেও হার্দিকের ফিটনেসের কারণে ফেরা মুশকিল রয়েছে।
চোটের কারণে টিম ইন্ডিয়া থেকে বাইরে চলে যাওয়া হার্দিক পান্ডিয়া আইপিএল ২০২২ এ নতুন দায়িত্বের সঙ্গে ময়দানে নামবেন। তাকে আইপিএলে নতুন সাজে আমেদাবাদ নিজের দলের ক্যাপ্টেন করে দিয়েছে।
হার্দিক পান্ডিয়া গত সিজনে মুম্বই ইন্ডিয়ান্স এর জন্য খেলছিলেন। এবার তাকে তার পুরনো ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিয়েছে। এর একটা অন্যতম বড় কারণ হল তিনি চোটের কারণে রেগুলার সার্ভিস দিতে পারেননি গত সিজনে। তার পারফরমেন্সও অনেকটা পড়ে গিয়েছে।
হার্দিক পান্ডিয়া দু'বছর আগে পিঠে সার্জারি করিয়েছেন। গত বছর এই চোট আগের জায়গায় তাঁকে ফের ভুগিয়েছে। এরপরই হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স পড়ে যেতে শুরু করে। তিনি নিয়মিত বলও করেন না। ফলে দলে তাঁর গুরুত্ব কমতে শুরু করেছে।
চোট থেকে বেরিয়ে আসার পর হার্দিক পান্ডিয়া তার পুরনো জলওয়া দেখাতে পারছেন না। টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি ভালো প্রদর্শন করতে পারেননি। যদিও হার্দিক আসন্ন আইপিএল সিজেনে ক্যাপ্টেন হিসেবে খেলবেন। কিন্তু পারফরম্যান্স করতে না পারলে তিনি ক্রমশ ক্রিকেট বৃত্ত থেকে দূরে সরে যাবেন তা তিনি ভালই বুঝতে পারছেন।
সম্প্রতি হার্দিক জানিয়েছেন তিনি অলরাউন্ডার হিসেবে দলে খেলতে চান। যদি কিছু ভুল হয় তাহলে আলাদা ব্যাপার। কিন্তু আমার পূর্ণ প্রস্তুতি অলরাউন্ডার হিসেবে খেলার জন্যই রয়েছে। আমি আগের চেয়ে অনেক ভালো এবং শক্তিশালী অনুভব করছি।
সে কারণে তিনি এখন ব্রুস-লির চাইনিজ ফিটনেস পদ্ধতি অবলম্বন করে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। তার প্রয়াস সফল হলেই ভারতীয় দলের পক্ষে তা মঙ্গল তার ফ্যান এবং তামাম ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করছেন হার্দিক আমার পুরানো ফর্মে ফিরবেন।