Advertisement

খেলা

বাবার কথা মনে পড়তেই চোখের কোণে জল হার্দিকের, দেখুন Video

Aajtak Bangla
  • 23 Jan 2021,
  • Updated 7:07 PM IST
  • 1/7

আজও বাবাকে প্রচন্ড মিস করেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। গত ১৬ জানুয়ারি হার্দিক এবং ক্রুনালের বাবা হিমাংশু পান্ডিয়ার মৃত্যু হয়েছে।

  • 2/7

আজ ইনস্টাগ্রামে একটা আবেগপ্রবণ ভিডিও পোস্ট করেছেন হার্দিক পান্ডিয়া। সেইসঙ্গে তিনি বাবার স্মৃতিচারণাও করেছেন। ভিডিও'র ব্যাকগ্রাউন্ডে 'আপনে তো আপনে হোতে হে' গানটি বাজছিল।

  • 3/7

ভিডিওয় দেখা যায়, বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে কথা বলেছেন হার্দিকের বাবা হিমাংশু পান্ডিয়া। অমিতাভ তাঁকে বলেন, "আপনি যথেষ্ট সুযোগ্য এক সন্তানের জন্ম দিয়েছেন, যে ভারতের পতাকা গোটা দুনিয়ায় ওড়াচ্ছে।"

  • 4/7

কয়েক মিনিটের মধ্যেই এই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। এখনও পর্যন্ত এই ভিডিও ১.৬ মিলিয়ন লোক দেখে ফেলেছে। সেইসঙ্গে ১১,০০০-এর উপর কমেন্টও এসে গেছে।

  • 5/7

হার্দিক এবং ক্রুনাল পান্ডিয়ার ক্রিকেটার হওয়ার পিছনে তাঁদের বাবার যথেষ্ট অবদান রয়েছে। আর্থিকভাবে পান্ডিয়া পরিবার খিব একটা স্বচ্ছ্বল ছিল না। এরপরেও দুই ভাইকে কোনওদিন অভাব বুঝতে দেননি হিমাংশুবাবু।

  • 6/7

প্রথমে সুরাটে গাড়ি ফাইনান্সের ব্যবসা চালাতেন হিমাংশু পান্ডিয়া। তারপর দুই ছেলেকে ক্রিকেটার তৈরি করার জন্য সুরাট থেকে বরোদায় চলে আসেন। ওই সময় হার্দিকের বয়স মাত্র পাঁচ বছর ছিল।

  • 7/7

এরপর হিমাংশুবাবু বরোদায় কিরণ মোরের ক্রিকেট অ্যাকাডেমিতে দুই ছেলেকে ভর্তি করান। একটা সাক্ষাৎকারে হিমাংশু পান্ডিয়া জানিয়েছিলেন, যখনই তিনি হার্দিক এবং ক্রুনালের সম্পর্কে কথা বলেন, তখনই আর চোখের জল ধরে রাখতে পারেন না।

Advertisement
Advertisement