Advertisement

খেলা

Lionel Messi Aroop Biswas: সোশ্যালে অরূপ বিশ্বাসকে নিয়ে চরম মশকরা, মেসির জায়গায় মন্ত্রীর ছবি, PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Dec 2025,
  • Updated 3:43 PM IST
  • 1/8

চরম অব্যবস্থা। মাথা হেঁট শহর কলকাতার। লিওনেল মেসিকে দেখতে এসে ক্ষোভে ফেটে পড়লেন সাধারণ সমর্থকরা। মাত্র ১০ মিনিটের মেসি দর্শনে গুনতে হল গোটা মাসের স্যালারি।

  • 2/8

সমর্থকদের দাবি, সারা মাসের স্যালারি খরচকরে তাঁরা এসেছেন মেসিকে দেখার জন্য। নেতা মন্ত্রীদের দেখার জন্য নয়। এক সমর্থক বলেন, 'অরূপ বিশ্বাস পারলে কোলে উঠে যাচ্ছিলেন মেসির। নেতা মন্ত্রী, নিরাপত্তারক্ষীদের ভিড়ে চুল পর্যন্ত দেখতে পাইনি মেসির।'

  • 3/8

এর মধ্যেই রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে ট্রোল করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে থাকে। সেখানে দেখা যায়, মেসির গোট ট্যুরের টিকিটের আদলে একটি টিকিট বানানো হয়েছে।

  • 4/8

যেখানে মেসির জায়গায় রয়েছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ছবি। লেখা রয়েছে, 'গোট ইন্ডিয়া ট্যুর' শুধু তাই নয়, আসল টিকিটের ব্যাকগ্রাউন্ডে মেসির ছবির জায়গায় অরূপের ছবি দেখা যায়।

  • 5/8

গোটা ঘটনায় ক্ষমা চেয়ে পোস্ট করেছেন উদ্যোক্তা শতদ্রু দত্ত। জানিয়ে দিয়েছেন, সব টাকা ফেরত দেওয়া হবে ফ্যানদের।

  • 6/8

মেসি চলে যাওয়ার পরেই গোটা যুবভারতীতে তাণ্ডব চালান উন্মত্ত জনতা। চেয়ার টেবিল ভাঙচুর চালানো হয়। টানেলেও চলে ভাঙচুর।

  • 7/8

মাঠের ভেতরে ঢুকে গিয়ে চলে তাণ্ডব। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে নামাতে হয় র‍্যাফ। উন্মত্ত জনতাকে হঠাতে করতে হয় লাঠিচার্জ। 

  • 8/8

এমন পরিস্থিতির জেরে ক্ষমা চেয়ে পোস্ট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পাশাপাশি তদন্ত কমিটি গড়ার কথাও জানিয়ে দেন তিনি।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement