ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাট দীর্ঘদিন ধরেই নীরব। টানা ২০টি টি-টোয়েন্টি ইনিংসে তিনি একটি অর্ধশতকও করতে পারেননি। আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে এই পারফরম্যান্স স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে ভারতীয় শিবিরে।
এই পরিস্থিতিতে সূর্যকুমারের ফর্ম নিয়ে প্রকাশ্যে সমালোচনায় সরব হলেন প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া। তাঁর মতে, অধিনায়কের দায়িত্ব শুধু টস করা বা বোলারদের সামলানো নয়। যদি অধিনায়ক টপ অর্ডারে ব্যাট করেন, তাহলে রান করাই তাঁর প্রথম ও প্রধান দায়িত্ব।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, টপ-৪ এ ব্যাট করে যদি ১৭ ইনিংসে গড় মাত্র ১৪ হয়, স্ট্রাইক রেটও তেমন ভালো না থাকে, একটি ফিফটিও না আসে এবং মাত্র দু’বার ২৫-এর বেশি রান হয়, তাহলে সেটা নিঃসন্দেহে বড় সমস্যা। এমন পারফরম্যান্স দলের জন্য উদ্বেগের।
চোপড়ার মতে, তিন বা চার নম্বরে ব্যাট করা কোনও ক্রিকেটার যদি দীর্ঘদিন রান না পান, তাহলে বড় টুর্নামেন্টে তাঁর আত্মবিশ্বাসও ক্ষতিগ্রস্ত হয়। তিনি স্পষ্ট করে বলেন, সূর্যকুমার যাদবের পাশাপাশি সহ-অধিনায়ক শুভমন গিলের রান করাও এই মুহূর্তে ভারতের জন্য ভীষণ জরুরি।
পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর পর থেকে সূর্যকুমার ২৬ ইনিংসে ২টি অর্ধশতকের সাহায্যে ৪৩১ রান করেছেন। তাঁর গড় ১৮.৭৩ এবং স্ট্রাইক রেট ১৪৬.১০। এক সময় যিনি আইসিসির টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিলেন, সেই সূর্যকুমারের ফর্ম এখন অনেকটাই ভাটায়।
অন্যদিকে, টি-টোয়েন্টি দলে ফেরার পর শুভমন গিল ১৪ ইনিংসে ২৬৩ রান করেছেন। গড় ২৩.৯০, স্ট্রাইক রেট ১৪২.৯৩ হলেও তাঁর ব্যাট থেকেও এখনও পর্যন্ত কোনও অর্ধশতক আসেনি। গিলকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়েই প্লেয়িং ইলেভেন থেকে বাদ পড়েছেন সঞ্জু স্যামসন।
সূর্যকুমার ও শুভমনের ব্যর্থতার প্রভাব স্পষ্ট হয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে, যেখানে ভারতকে ৫১ রানে হারতে হয়েছে। এবার ১৪ ডিসেম্বর ধর্মশালায় তৃতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নামবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে হাতে থাকা শেষ ৮টি ম্যাচে অধিনায়ক ও সহ-অধিনায়কের ব্যাটে ছন্দ ফেরার দিকেই তাকিয়ে থাকবে গোটা দেশ।