২০০৭ থেকে শুরু হওয়া টি২০ বিশ্বকাপে (T20 world Cup) নানা ধরনের রেকর্ড হয়েছে। এখন আইপিএল সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে টি২০ লিগ নিয়মিত খেলা হয়। ফলে ২০০ রান টার্গেট দিয়েও নিশ্চিন্তে থাকতে পারছে না প্রথমে ব্যাট করা দলগুলি। ফলে টসে জিতলেই বল করার সিদ্ধান্ত নিচ্ছন ক্যাপ্টেনরা। দেখে নেওয়া যাক টি২০ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় রান তাড়া করে জয়ের রেকর্ডগুলি।
২০১৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট ৪৫৯ রান ওঠে। দক্ষিণ আফ্রিকার দেওয়া ২৩০ রানের লক্ষ্য ১৯ ওভার ৪ বলেই পেরিয়ে যায় ইংল্যান্ড।
৪৪ বলে ৮৩ রানের দারুণ ইনিংস খেলেন জো রুট (Joe Root)। ২০১৬ সালের এই ম্যাচে দারুণ ব্যাট করেন তিনি। ম্যান অফ দ্য ম্যাচ হন রুটই।
২০০৭ সালে প্রথমবারের টি২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০৬ রান তাড়া করে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে ২০৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তবে তাতেও ম্যাচ জিততে পারেনি তারা। এটাই এখনও পর্যন্ত টি২০ বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান চেজ।
এই ম্যাচে দারুণ ব্যাট করেন হার্ষাল গিবস। একাই ৯০ রানের অসাধারণ ইনিংস খেলে সকলকে তাক লাগিয়ে দেন তিনি।
২০১০ সালের টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করে জিতে নেয় অস্ট্রেলিয়া। এক বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে ফাইনালে উঠে যায় তারা।
২০১৬ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করতে নেমে ১৯২ রান তোলে টিম ইন্ডিয়া। তবুও ফাইনালে ওঠা হয়নি তাদের।
সেই ম্যাচে দারুণ ব্যাট করেন বিরাট কোহলি। মাত্র ৪৭ বলে ৮৯ রানের অসাধারণ ইনিংস খেললেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হার বাঁচাতে পারেননি তিনি। দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে দারুণ ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ।