বল-ব্যাট হাতে খেলার মাঠে রঙ ছড়ান খেলোয়াড়রাও হোলির পবিত্র উৎসবে মেতে উঠেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) শুরু হতে চলেছে কিছুদিনের মধ্যেই।
লিগের প্রায় সব দলই সোশ্যাল মিডিয়ায় খেলোয়াড়দের হোলি খেলার ছবি শেয়ার করেছে।
দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক সংখ্যক ছবি শেয়ার করেছে। দলের অধিনায়ক ঋষভ পন্ত খেলোয়াড়দের সঙ্গে প্রচণ্ডভাবে হোলি খেলেন।দলে রয়েছেন স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলও। তিনিও হোলি খেলার ক্ষেত্রে পিছিয়ে থাকেননি।
দিল্লির দলে অধিনায়ক যশ ধুলও রয়েছেন, যার নেতৃত্বে কিছুদিন আগেই ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন। ক্যাপ্টেন ঋষভ পান্তের সঙ্গেও প্রবলভাবে হোলি খেলেন। হলুদ, নীল বিভিন্ন রঙয়ে তাঁকে রাঙিয়ে দেন পান্ত।
আহমেদাবাদের ফ্র্যাঞ্চাইজিও হোলির ছবি শেয়ার করেছে। এতে তার দলের অধিনায়ক হার্দিক পান্ড্য ভাই ক্রুনাল এবং লখনউ সুপারজায়েন্টস দলের অধিনায়ক কেএল রাহুলকে হোলি খেলতে দেখা যাচ্ছে। তিন খেলোয়াড়কেই রং ও জলে ভিজে দেখা যায়।
কলকাতা নাইট রাইডার্স (KKR)ও কিছু ছবি শেয়ার করেছে। এর মধ্যে একটি হল অজিঙ্কা রাহানে, যাতে তাকে তার মেয়েকে কোলে ধরে থাকতে দেখা যায়। রাহানেও প্রচণ্ডভাবে হোলি খেলেন। কেকেআর অন্যান্য খেলোয়াড়দের ছবিও শেয়ার করেছে।
মাস্টার ব্লাস্টার কিংবদন্তি সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar) প্রচণ্ড হোলি খেলেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও শেয়ার করেছেন, যাতে তাঁকে রঙে ভরা একটি প্লেট হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রাঁচির খামার বাড়িতেও হোলি খেলা হয়েছে। ধোনি ছবিতে না থাকলেও তাঁর স্ত্রী সাক্ষী ও তাঁর মেয়ে জিভাকে হোলি খেলতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডে রয়েছে ভারতীয় মহিলা দল। তবে সেখানেও প্রচণ্ডভাবে হোলি খেলেছে তারা একটি ছবিও শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়।
হোলির গ্রাফিকে দলের ক্রিকেটারদের ছবি ব্যবহার করেছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছে তারা।