Advertisement

খেলা

শুভ জন্মদিন : কীভাবে মহেন্দ্র সিং ধোনি হয়ে উঠলেন সুশান্ত, আপনাদের জন্য রইল এই ছবি

Aajtak Bangla
Aajtak Bangla
  • 21 Jan 2021,
  • Updated 12:25 PM IST
  • 1/14

আজ ৩৫ বছরে পা দিলে বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। বলিউডে বেশ কয়েকটি বাণিজ্যিকভাবে সফল সিনেমা করলেও মহেন্দ্র সিং ধোনির চরিত্রই তাঁকে সবথেকে বেশি প্রচারের আলো এনে দিয়েছিল। 

  • 2/14

এই সিনেমায় সুশান্ত যেভাবে নিজেকে 'ক্যাপ্টেন কুল'-এর ভূমিকায় ফুটিয়ে তুলেছিলেন, তা দর্শকদের চিরকাল মনে থাকবে।

  • 3/14

ধোনির চরিত্র ফুটিয়ে তুলতে সুশান্তকে অবশ্য কম পরিশ্রম করতে হয়নি। সিনেমার পর্দায় তো অনেক সময়ই রিয়েল লাইফের ধোনির সঙ্গে রিল লাইফের ধোনিকে অনেকেই গুলিয়ে ফেলেছেন। এই পারফেকশন আনতে সুশান্তকে করতে হয়েছে ক্রিকেটের কঠোর অনুশীলন।

  • 4/14

ম্যাচের মধ্যে কিভাবে হেঁটে আসেন ধোনি, কীভাবে তিনি কথা বলেন, এই প্রত্যেকটা খুঁটিনাটি জিনিসই নকল করেছিলেন সুশান্ত। সবথেকে বড় কথা, এই সিনেমা করতে গিয়েই মাহির সবথেকে কাছের বন্ধু হয়ে গিয়েছিলেন তিনি।

  • 5/14

সুশান্তের এই কঠোর অনুশীলনই রুপোলি পর্দায় দেখতে পাওয়া যায় এবং সিনেমাটি বক্স অফিসে সুপার-ডুপার হিট হয়ে যায়।

  • 6/14

আমরা প্রত্যেকেই জানি যে অন্য ক্রিকেটারদের থেকে ধোনির ব্যাট করার স্টাইল একেবারে আলাদা। এই সিনেমাটি যখন শুরু হয়, তখন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন নির্বাচক কিরন মোরে তাঁকে অনুশীলন করাতে আসতেন।

  • 7/14

ধোনির হেলিকপ্টার শট নকল করার জন্য সুশান্ত কঠের পরিশ্রম করেছিলেন। প্রায় ৯ মাস পর তিনি এই শটটি নিখুঁতভাবে নকল করতে পারেন।

  • 8/14

সুশান্তের ধৈর্য্য কতটা ছিল সেই ব্যাপারে কথা বলতে গিয়ে সিনেমার প্রযোজক অরুণ পাণ্ডে বলেন, "সুশান্ত ভারতের প্রাক্তন ক্রিকেটার কিরণ মোরের কড়া তত্ত্বাবধানে অনুশীলন করতেন। কীভাবে উইকেটকিপিং করতে হয়, সেই ব্যাপারে কিরণ মোরেই তাঁকে শিখিয়েছিলেন। এটা মাহির চরিত্র ফুটিয়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল।"

  • 9/14

তিনি আরও যোগ করেন, "আজও আমার মনে আছে, অনুশীলন করতে গিয়ে মারাত্মক চোট পেয়েছিলেন সুশান্ত। এমনকী তাঁর শিরদাঁড়ার হাড়ে চোটও লেগেছিল। এরপর তাঁকে রিহ্যাবে পাঠানো হয়। মাত্র এক সপ্তাহের মধ্যেই তিনি আবারও সুস্থ হয়ে ওঠেন। এমনকী, ধোনিও তাঁর এই পেশাদারিত্বকে কুর্নিশ জানিয়েছিলেন।"

  • 10/14

মাঝখানে শোনা যাচ্ছিল যে ধোনির জীবনী নিয়ে একটি সিকুয়্যেল করতে চান নীরজ পাণ্ডে। সেইসময় ধোনি নিজেই নাকি সুশান্তের নাম প্রস্তাব দেন।

  • 11/14

ছোটোবেলা থেকেই ক্রিকেট খেলতে ভালোবাসতেন সুশান্ত সিং রাজপুত। এমনকী, তিনি অভিনেতা হওয়ার আগে নিজেও একজন ক্রিকেটার হতে চেয়েছিলেন।

  • 12/14

সিনেমার জগতে পা রাখার পরেই তাঁর সেই স্বপ্ন পূরণ হয়। একেবারে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভূমিকায় তাঁকে দেখতে পাওয়া যায়। এমনকী, তাঁর ডেবিউ সিনেমা 'কাই পো ছে'তেও ক্রিকেট কোচের ভূমিকায় দেখা গিয়েছিল।

  • 13/14

সুশান্তের আকস্মিক মৃত্যু তাঁর সমর্থকদের মনে একটা গভীর শূন্যতা তৈরি করেছে। তাঁদের মধ্যে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি নিজেও। চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক ব্যবসায়িক ম্যানেজার জানিয়েছেন, এই খবর শোনার পর থেকেই মাহি কার্যত দুঃখে একেবারে ভেঙে পড়েছেন। গত বছর ১৪ জুন তাঁর বান্দ্রার ফ্ল্যাট থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে বেশ কয়েকটা প্রশ্ন উঠেছিল। সেকারণে তদন্তও চলছে।

  • 14/14

সুশান্তের মৃত্যুর পর তাঁর প্রাক্তন বান্ধবী জানিয়েছেন, "মহেন্দ্র সিং ধোনিকে যথেষ্ট শ্রদ্ধা করতেন সুশান্ত সিং রাজপুত। তাঁর মতোই তিনি হতে চেয়েছিলেন।"

Advertisement
Advertisement