Advertisement

খেলা

WTC Final: ভয়ঙ্কর বাউন্সার মাথায় লাগলো গিলের! তড়িঘড়ি মাঠে ঢুকে পড়লেন সিরাজ

Aajtak Bangla
Aajtak Bangla
  • সাউদাম্পটন,
  • 19 Jun 2021,
  • Updated 10:04 PM IST
  • 1/6

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডাব্লুটিসি) ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ড টস জিতে টিম ইন্ডিয়াকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে। ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল শুরুটা ভালই করেছিলেন। উভয়ই প্রথম উইকেটে অর্ধশতকের জুটি শেয়ার করে নেন।

  • 2/6

এই অংশীদারিটি ভেঙে দিয়েছিলেন ফাস্ট বোলার কাইল জেমিসন। ব্যক্তিগত ৩৪ রানে তিনি রোহিত শর্মাকে তুলে নেন। ভারতের প্রথম উইকেট পড়েছিল ৬২ রানে। এর পরে নেল ওয়গনার শুভমন গিলকে আউট করেন। গিল ২৮ রান করে আউট হন। টিম ইন্ডিয়ার দ্বিতীয় ধাক্কা ৬৩ রানে এসেছিল।

 

 

 

  • 3/6

লাঞ্চ বিরতির আগে এই উভয় সাফল্য পেয়েছিল কিউই দল। জেমিসন তাঁর পক্ষে বিশেষত ভাল বোলিং করেছিলেন। ভারতীয় ইনিংসের ১৭ তম ওভারে জেমিসনের এক বাউন্সার বলটি গিলের হেলমেটে আঘাত করেছিল।

  • 4/6

বলটি তাঁর হেলমেটে আঘাতের সাথে সাথে মহম্মদ সিরাজ জলের বোতল এবং তোয়ালে নিয়ে গিলের কাছে পৌঁছেছিলেন। এই ঐতিহাসিক ফাইনালের বাইরে রাখা হয়েছে সিরাজকে। শুধু গিলেরই নয় পূজারাও মাঠে চোট পান এই ম্যাচে। তাঁরও মাথায় লাগে ও হেলমেটের এক অংশ ভেঙে গিয়েছিল।

 

 

 

  • 5/6

সিরাজের গিলের লাগার সঙ্গে সঙ্গে কেউ কিছু না বলতেই ছুটে গিয়েছেন। এই বিষয়টি ভক্তদের মন জয় করেছিল। সিরাজের এই আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও বেশ আলোচনা হচ্ছে। এই ম্যাচে তিনটি পেসার এবং দুই স্পিনার নিয়ে ভারতীয় দল খেলছে। দলে জায়গা পেয়েছেন ঈশান্ত শর্মা, শামি ও বুমরা। স্পিনারদের ভূমিকায় আছেন রবীন্দ্র জাদেজা ও আর অশ্বিন।

  • 6/6

শনিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এমনটা ছিলো ভারতীয় ওপেনারদের পরিসংখ্যান। ৬৮ বল খেলে ৩৪ রান করেছেন ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা। মেরেছেন ৬টি চার। ২১ ওভারের মাথায় ৬২ রানে এক উইকেট হারায় ভারত। তখনই কাইল জেমিসনের বলে টিম সাউদিকে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত। অন্যদিকে, রোহিত ফিরে যাওয়ার পর থেকেই নরবরে দেখাচ্ছিল শুভমন গিলকে। ৪ ওভার পর ২৫ ওভারের মাথায় ফিরে যান অন্যতম ভারতীয় ওপেনার শুভমন গিল। ওয়াগনারের বলে ওয়াটলিংকে ক্যাচ দিয়ে মাত্র ২৮ রানেই ফিরতে হয় শুভমনকে।

 

 

 

Advertisement
Advertisement