Advertisement

খেলা

India vs South Africa: T20 সিরিজের প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার, PHOTOS

Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jun 2022,
  • Updated 1:55 PM IST
  • 1/10

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হবে ৯ জুন দিল্লিতে। রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহের মতো খেলোয়ড়কে বাদ দিয়েই খেলতে নামছে টিম ইন্ডিয়া। 

  • 2/10

এমন পরিস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব কেএল রাহুলের (KL Rahul) কাঁধে। সোমবার অনুশীলনে অংশ নেন টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা। 

  • 3/10

ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় খেলোয়াড়দের পুরো অনুশীলনের দিকে কড়া নজর রাখছিলেন। প্রথম দিনের সেশনে লম্বা স্পেল করার সুযোগ পান ফাস্ট বোলার উমরান মালিক (Umran Malik)। 

  • 4/10

আইপিএল 2022-এ SRH-এর হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পরে, ওমরান প্রথমবারের মতো ভারতীয় দলে নির্বাচিত হয়েছেন। 

  • 5/10

উমরান মালিকের মতো, অর্শদীপ সিংকেও নেটে দারুণ বল করতে দেখা যাচ্ছিল। অর্শদীপকে ইয়র্কার বল প্র্যাকটিস করতে দেখা যায় নেটে। 

  • 6/10

ভুবনেশ্বর কুমার ও আভেশ খানও একটু বোলিং করেছেন। এদিকে, প্রথম দিনের অনুশীলনে অনুপস্থিত ছিলেন হর্ষাল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল এবং হার্দিক পান্ডিয়া।

 

  • 7/10

ঋষভ পান্ত দলে রয়েছেন। এই সিরিজে দলের সহ-অধিনায়কও করা হয়েছে পন্তকে। অনুশীলনে উমরান মালিকের সঙ্গে কথা বলতে দেখা যায়  পন্থকে।

 

  • 8/10

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে নিজেদের প্রমাণ করতে মুখিয়ে থাকবেন তরুণ ক্রিকেটাররা। সামনেই টি২০ বিশ্বকাপ। সেই দলে জায়গা পেতে মরিয়া তাঁরা। 

  • 9/10

দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিকও। আইপিএল-এ তিনিও দারুণ ভাবে ফিনিশারের ভূমিকা পালন করেছিলেন।

  • 10/10

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি দল : কেএল রাহুল (অধিনায়ক), ঋতুরাজ গায়কওয়াড়, ঈশান কিষাণ, দীপক হুডা, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (ভাইস ক্যাপ্টেন/উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চালক, যুজবেন্দ্র। , অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষাল প্যাটেল, আভেশ খান, উমরান মালিক, আরশদীপ সিং। 

Advertisement
Advertisement