Advertisement

খেলা

India's 75th Independence: স্বাধীনতার ৭৫ বছর, ফিরে দেখা ভারতীয় ক্রিকেটের সেরা ১০ মুহূর্ত

Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Aug 2022,
  • Updated 6:18 AM IST
  • 1/10

আজ ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। আর সেই উপলক্ষে গোটা দেশে অমৃত মহোৎসব পালিত হচ্ছে। প্রতিটি ক্ষেত্রের মানুষই এই  উদযাপনে যোগ দিচ্ছেন। ৭৫ বছরের ঐতিহাসিক মুহূর্তগুলিকে স্মরণ করছেন। ৭৫ বছরে, ভারত ক্রিকেট মাঠে এমন অনেক ঐতিহাসিক ম্যাচ জিতেছে এবং দেশের মুখ উজ্জ্বল করেছে।
 

  • 2/10

ভারত ১৯৩২ সালে টেস্ট ক্রিকেট খেলা শুরু করে, কিন্তু প্রথম জয় আসে ১৯৫২ সালে। অর্থাৎ স্বাধীন হওয়ার পরেই প্রথম জয় পায় ভারত। প্রথম জয়ের জন্য ভারতকে ২০ বছর এবং  মোট ২৪ ম্যাচ পর, ভারত চেন্নাইয়ে ইংল্যান্ডকে হারিয়ে প্রথম টেস্ট জিতেছিল। 
 

  • 3/10

ভারত প্রথম টেস্ট সিরিজ জিতেছিল ১৯৭১ সালে ইংল্যান্ডে। অজিত ওয়াদেকরের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ৩ ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয়। ইংল্যান্ডে সিরিজ জেতা ভারতীয় ক্রিকেটের জন্য একটা বড় মাইলস্টোন।
 

  • 4/10

ভারত কপিল দেবের নেতৃত্বে ইংল্যান্ডে ১৯৮৩ সালের বিশ্বকাপ জিতেছিল। নবাগত দল হিসেবে ইংল্যান্ডে পৌঁছে যাওয়া টিম ইন্ডিয়া ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মত দলকে হারিয়েছে। ফাইনাল ম্যাচে কপিল দেবের ধরা ভিভিয়ান রিচার্ডসের ক্যাচ ধরার মুহূর্তটা ছিল ভীষণ স্পেশাল।  
 

  • 5/10

ভারত ১৯৮৫ সালে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিশ্বকাপের মাত্র দুই বছর পরে এই বড় টুর্নামেন্টে জয় নিঃসন্দেহে বিরাট সাফল্য। এই সিরিজে রবি শাস্ত্রী ছিলেন ভারতের তারকা। তিনিই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন।
 

  • 6/10

১৯৯৮ সালের শারজাহ কাপে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের ১৪৩ রানের ইনিংসকে ডেজার্ট স্টর্ম বলা হয়। এই ইনিংস ক্রিকেট ভক্তদের দারুণ অবাক করেছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা এই ইনিংসটিকে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ইনিংস হিসেবে ধরা হয়।  
 

  • 7/10

২০০৩ সালে তীরে এসে তরী ডুবে যায় ভারতের। বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় ভারতীয় দলকে। চুরমার হয়ে যায় বিশ্বকাপ জয়ের স্বপ্ন। সেই ফাইনালে ভারত হেরেছিল ১২৫ রানে।  
 

  • 8/10

২০০৭ সালের শেষে, টিম ইন্ডিয়া ইতিহাস তৈরি করেছিল। তরুণ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ভারত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। জোগিন্দর শর্মার বলে শ্রীশান্ত যখন মিসবাহ-উল-হকের ক্যাচ নেন, তখন টেনশনে গোটা দেশের মানুষের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। ভারত, চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল।  
 

  • 9/10

ঠিক চার বছর পরে, মুম্বইয়ের ওয়াংখেড়ে মাঠে ৫০-ওভারের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। তখন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ছক্কা মেরে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার পর বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। সেদিন রাজপথে নেমে এসে এই জয় উদযাপন করেছিল গোটা দেশ।  
 

  • 10/10

২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা, ২০২১ সালে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে টেস্ট সিরিজ জয়। এই সব ভারতের ক্রিকেটে এক একটা ঐতিহাসিক মুহূর্ত। গাব্বায় ঋষভ পন্তের ইনিংস ভারতকে টেস্ট ম্যাচ জিতিয়ে দেয়।    

Advertisement
Advertisement