Advertisement

খেলা

Asia Cup, India Vs Pak: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কারা? সম্ভাব্য একাদশ Photos

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Aug 2022,
  • Updated 6:56 PM IST
  • 1/11

রবিবার ভারতের মুখোমুখি হতে চলেছে পাকিস্তান। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল এই ম্যাচের আগে কঠোর অনুশীলন করছে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) কিছু ছবি শেয়ার করেছে, যাতে খেলোয়াড়দের অনুশীলন করতে দেখা যায়। বিশেষ বিষয় হল বিসিসিআই মোট ১০ ছবি শেয়ার করেছে যাতে ১১ জন খেলোয়াড়কে দেখা যাচ্ছে। এমতাবস্থায় প্রশ্ন উঠছে পাকিস্তানের বিপক্ষে কারা খেলতে নামবেন তা কি ম্যাচের দুই দিন আগেই প্রকাশ করে দিল ভারত?
 

  • 2/11

রোহিত শর্মা ও কেএল রাহুল: পাকিস্তানের বিপক্ষে ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও কেএল রাহুলের (KL Rahul) ওপেন করার সম্ভাবনা রয়েছে। চোট কাটিয়ে জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের (Team India) অধিনায়কত্ব করেছিলেন কেএল রাহুল। কিছুদিনের বিরতির পর দলে ফিরেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা।
 

  • 3/11

বিরাট কোহলি: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তিন নম্বরে নামতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল কোহলিকে। এবার এশিয়া কাপে রানে ফিরতে চাইবেন ভারতের প্রাক্তন অধিনায়ক। 
 

  • 4/11

সূর্যকুমার যাদব: মুম্বইয়ের এই ক্রিকেটার সাম্প্রতিক সময়ে ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রচুর রান করেছেন। চার নম্বরে ব্যাট করতে নামতে পারেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। যথেষ্ট অভিজ্ঞতাও রয়েছে তাঁর। বিভিন্ন ধরনের শট খেলতে পারেন ভারতের এই ব্যাটার।
 

  • 5/11

ঋষভ পন্ত: উইকেট-রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্তের (Rishabh Pant) প্লেয়িং-১১-এ জায়গা হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। কিন্তু বিসিসিআইয়ের শেয়ার করা ছবি অনুযায়ী, পন্তও এই ম্যাচে খেলতে পারেন।
 

  • 6/11

হার্দিক পান্ডিয়া: অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে বল ও ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করতে হবে। এমনও হতে পারে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে পঞ্চম বোলারের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। পান্ডিয়ার সাম্প্রতিক পারফরম্যান্স দুর্দান্ত। 
 

  • 7/11

দীনেশ কার্তিক: ফিনিশার হিসেবে এবারের আইপিএল (IPL) থেকেই দারুণ পারফর্ম করছেন কার্তিক (Dinesh Karthik)। সাত নম্বরে নেমে ইনিংস শেষ করার দায়িত্ব তাঁর উপর থাকতে পারে। 
 

  • 8/11

ভুবনেশ্বর কুমার: অভিজ্ঞ ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমারকে (Bhuvneshwar Kumar) পাকিস্তানের বিরুদ্ধে প্রথম দিকেই উইকেট নিতে হবে। সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে ফের প্রমাণ করেছেন ভুভি।
 

  • 9/11

যুজবেন্দ্র চাহাল: লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল(yuzvendra chahal) ভারতের স্পিন বিভাগ সামলাবেন। চাহাল খেললে প্লেয়িং-১১ থেকে বাদ পড়তে হতে পারে রবিচন্দ্রন অশ্বিনকে (ravichandran Ashwin)।
 

  • 10/11

আভেশ খান: তরুণ খেলোয়াড় আভেশ খানেরও রবিবারের ম্যাচে জায়গা করে নিতে পারেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খুব একটা ভাল পারফর্ম করতে পারেননি আবেশ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে শক্তিশালী পারফরম্যান্সের আশা রয়েছে এই ফাস্ট বোলারের কাছ থেকে।
 

  • 11/11

আর্শদীপ সিং: প্লেয়িং-১১-এ ফাস্ট বোলার আর্শদীপ সিংয়ের জায়গা প্রায় নিশ্চিত। ভারতীয় দলের হয়ে অভিষেকের পর থেকে প্রতিটি ম্যাচেই মুগ্ধ করেছেন আর্শদীপ সিং। আর্শদীপের স্লগ ওভারে ইয়র্কার বোলিং করার দুর্দান্ত ক্ষমতা রয়েছে।

Advertisement
Advertisement