Advertisement

খেলা

India vs South Africa : 'বাহ লালা', শামিকে কী 'গুরুমন্ত্র' দিলেন দ্রাবিড়-কোহলি?

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 20 Dec 2021,
  • Updated 2:50 PM IST
  • 1/7

দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের আগে ভারতীয় দলের প্রস্তুতি চলছে জোর কদমে। ২৬ ডিসেম্বর থেকে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ খেলা হবে। তার আগে ঝালাই করে নিচ্ছেন ক্রিকেটের ভাল ছাত্ররা।

  • 2/7

এর আগে লাগাতার প্লেয়ার্স প্রাক্টিসে লেগে রয়েছেন সকলে। বিসিসিআই ভারতীয় টিমের এ রকম প্র্যাকটিসের তাজা ভিডিও পাবলিশ করেছে। যার মধ্যে প্লেয়ারদের ওভার্কাস্ট কন্ডিশনে খেলতে দেখা যাচ্ছে।

 

  • 3/7

ভারতীয় টিম সুপারস্পোর্ট পার্ক এ সেন্ট্রাল উইকেট প্র্যাকটিস করে। যেখানে ফাস্ট বোলারদের দারুণ সাহায্য মিলছিল। এরই মধ্যে বিরাট কোহলি মায়াঙ্ক আগারওয়াল, আজিঙ্কা রাহানে, কেএল রাহুল ব্যাট করেন। 

  • 4/7

প্রাক্টিস সেশন এর সময় মজাদার ব্যাপার তখন হয়, যখন মহাম্মদ শামি বাউন্সার দেন। এতে বিরাট কোহলিও হাসতে শুরু করেন। পিছনে দাঁড়িয়ে থাকা প্লেয়ারদের মহাম্মদ শামির তারিফ করতে শোনা যায়। তারা বলেন, "বাহ লালা।"

  • 5/7

এরই মধ্যে কোচ রাহুল দ্রাবিড় খেলোয়াড়দের সঙ্গে পেপ টক করতে দেখা যায়। দীর্ঘ আলোচনায় তিনি পরিষ্কার বলেন যে, আগামী তিন দিন সবার সম্পূর্ণ মনোনিবেশ শুধুমাত্র প্র্যাকটিসে দিতে হবে। খেলোয়াড়রা গোল করে ঘিরে দাঁড়িয়ে ছিলেন এবং দ্রাবিড় তার প্ল্যান সামনে রাখেন।

  • 6/7

ব্যাটিং কোচ বিক্রম রাঠোর জানান যে আমাদের আশা রয়েছে যে আমরা এখানে ম্যাচে রোদ পাব। কিন্তু এমন হয়নি এবং মেঘের আড়ালে অনুশীলন করতে হয় ভারতীয় দলকে। বল করে মজা পান পেসাররা। কিন্তু তাদেরও কিছু লাইন লেন্থ এবং সুইং অ্যাডজাস্ট করতে সমস্যা হয়।

 

  • 7/7

আপনাদের জানিয়ে দিচ্ছি, ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়ানে খেলা হবে। এই বক্সিং ডে টেস্ট দিয়েই ভারত সিরিজ শুরু করতে চলেছে। ২০২১ এর এটাই ভারতীয় দলের শেষ ম্যাচ। ৩০ তারিখ ম্যাচ শেষ হওয়ার কথা। যদি না খেলা আগেই শেষ হয়ে যায়। রিপোর্ট অনুযায়ী এই ম্যাচে দর্শক দের কোন রকম প্রবেশাধিকার থাকছে না।

Advertisement
Advertisement