Advertisement

খেলা

CWG 2022: কমনওয়েলথে ভারতের 'দঙ্গল' জয়, এল ৫ পদক

Aajtak Bangla
  • 06 Aug 2022,
  • Updated 11:05 AM IST
  • 1/8

সোনা জিতলেন বজরং পুনিয়া , সাক্ষী মালিক ও দীপক পুনিয়া। রেসলিং-এ ভারতকে তিনটি সোনা এনে দিলেন তাঁরা। 
 

  • 2/8

বজরং ও সাক্ষী দুই জনেই টানা তিনবার কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে পদক জিতে নিলেন। ২০১৪ গ্লাসগো কমনওয়েলথে ৫৮ কেজি বিভাগে রূপো জিতেছিলেন সাক্ষী। ২০১৮ গোল্ড কোস্টে ব্রোঞ্জ জেতেন তিনি। এবার সোনা জিতে নিলেন।
 

  • 3/8

টোকিও অলিম্পিক্সে পদক জেতার পর হাঁটুতে চোট পান সাক্ষী। অনেকদিন খেলতে পারেননি। তবে কমনওয়েলথ গেমসে ভক্তদের নিরাশ করলেন না সাক্ষী। 
 

  • 4/8

বজরং ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপো জেতেন। এর পর ২০১৮ গোল্ড কোস্টে সোনা জেতেন তিনি। এবারেও সোনা জিতে নিলেন বজরং। 
 

  • 5/8

টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন বজরং। তবে এবারের লড়াই অনেকটাই সহজ ছিল। ৬৫ কেজি বিভাগে তিনিই ছিলেন সেরা বাজি।
 

  • 6/8

জুনিয়র চ্যাম্পিয়নশিপ থেকে উঠে এসেছেন দীপক। বিশ্ব জুনিয়র কুস্তি প্রতিযোগিতায় এবারেই সোনা জিতেছেন দীপক। এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো ও ব্রোঞ্জ জিতেছেন তিনি। ফাইনালে পাকিস্তানের ইনামকে একটাও পয়েন্ট জিততে দেননি দীপক।
 

  • 7/8

কমনওয়েলথ গেমসে এই প্রথম পদক জিতলেন তিনি। শুধু পদক জয় নয়, ভারতকে সোনা এনে দিলেন হরিয়ানার দীপক।
 

  • 8/8

কুস্তিতে আরও পদক এসেছে ভারতের। পদক জিতেছেন দীভিয়া কাকরন। রুপো জিতেছেন অনশু মালিক। মহিলাদের ৫৭ কেজি বিভাগে রুপো জিতলেন অনশু মালিক। ৬৮ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন দীভিয়া। 
 

Advertisement
Advertisement