ফের বর্ণবৈষম্যমূলক মন্তব্যের শিকার হলেন ভারতীয় ক্রিকেট দলের তরুন পেসার মহম্মদ সিরাজ। আবারও কটূ মন্তব্য উড়ে এল সিডনির গ্যালারি থেকে। গতকালও একই ঘটনা ঘটেছিল। ব্যাপারটা নিয়ে জলঘোলাও হয়। কিন্তু, আজ ফের একই ঘটনা ঘটায় ভারতীয় ক্রিকেট সমর্থকেরা ক্ষোভ উগড়ে দিয়েছেন।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৮৬ ওভারের মাথায় ঘটনাটি ঘটে। তখন বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন মহম্মদ সিরাজ। ক্যামেরন গ্রিন তখন একের পর এক ওভার বাউন্ডারি হাঁকিয়ে চলেছেন। ঠিক এমন সময় আরও একবার দুর্ব্যবহারের অভিযোগ করলেন সিরাজ। অধিনায়ক অজিঙ্কা রাহানে ব্যাপারটি সোজা অন ফিল্ড আম্পায়ারের নজরে আনেন। সঙ্গে সঙ্গে মাঠের নিরাপত্তারক্ষীরাও ব্যবস্থা গ্রহণ করতে শুরু করে।
আজ কার্যত ক্ষোভে ফুটছিলেন সিরাজ। তাঁকে শান্ত করছিলেন রাহানে এবং রোহিত শর্মা। হায়দরাবাদের এই ক্রিকেটার স্ট্যান্ডের দিকে আঙুল তুলে দেখিয়ে দেন, কারা তাঁর বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন। সেইসময় ক্রিজ়ে ছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক টিম পেইন। তিনি ব্যাপারটি নিয়ে রাহানের সঙ্গে কথা বলেন। এই ঝামেলার কারণে ১০ মিনিট খেলা বন্ধও ছিল।
তবে এবার সমর্থকদের শুধুমাত্র সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়নি। তাঁদের সোজা মাঠের বাইরে বের করে দেওয়া হয়েছে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এই ব্যাপারটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাওয়া গেছে।
ইতিপূর্বে অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ম্যাচ চলাকালীন বর্ণবৈষম্যমূলক গালিগালাজের মুখে পড়লেন ভারতের দুই বোলার মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ। একজন মদ্যপ দর্শকের বিরুদ্ধে তাঁরা বর্ণবৈষম্যমূলক গালিগালাজের অভিযোগ লিখিত ভাবে জানিয়েছেন ম্যাচ রেফারিকে। BCCI সূত্রের খবর, সিডনিতে সিরাজকে ওই দর্শক 'Monkey' বা বাঁদর বলে গালি দেয়। এই ঘটনা ২০০৭-০৮ ভারতের অস্ট্রেলিয়া সফরে সেই কুখ্যাত মাঙ্কিগেট এপিসোডের স্মৃতি উস্কে দিচ্ছে।
বিসিসিআই-এর এক সদস্য জানিয়েছেন, ICC-র ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিসিসিআই। যশপ্রীত বমরাহ ও সিরাজের বয়ানের ভিত্তিতে ওই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ২০০৭-০৮ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরে এই সিডনি টেস্টেই অ্যান্ড্রু সাইমন্ড অভিযোগ করেন, হরভজন সিং তাঁকে একাধিক বার Monkey বলে গালি দেন। পরে অবশ্য হরভজন নির্দোষ প্রমাণিত হন।
সিডনি টেস্টে সিরাজের অভিযোগের পরে অধিনায়ক অজিঙ্ক রাহানে ও দলের অন্যান্যদের বেশ কিছুক্ষণ আম্পায়ারের সঙ্গে আলোচনা করতে দেখা যায়। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বেশ কিছু মদ্যপ সমর্থক বিদ্বেষমূলক মন্তব্য করেন সিরাজকে লক্ষ্য করে। যে মন্তব্য রীতিমত আপত্তিজনক। তারপরেই ঘটনা প্রথমে অধিনায়ক রাহানে সহ দলের সিনিয়র ক্রিকেটারদের জানানো হয়। তার পরেই রাহানে আম্পায়ারের কাছে বিষয়টি রিপোর্ট করেন।