মঙ্গলবার ডারহ্যামে ক্রিকেট ক্লাবে জমিয়ে অধিবেশন করল ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল নামতে চলেছে টেস্ট সিরিজ খেলতে কিছুদিনের মধ্যেই।
ভারতের শীর্ষস্থানীয় ব্যাটসম্যানরা ক্যাপ্টেন বিরাট কোহলি, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, কেএল রাহুল, রোহিত শর্মা এবং অজিঙ্কা রাহানে-সহ কোভিড -১৯ থেকে উদ্ধার হওয়া ঋষভ পন্থের সাথে ডারহ্যামের সেন্টার উইকেটে প্র্যাকটিসে নামলে ভারতীয় ক্রিকেট দল।
ভারত ও ইংল্যান্ড ৪ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর নটিংহাম, লন্ডন, লিডস এবং ম্যানচেস্টারে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ভারত-ইংল্যান্ড শোডাউন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের সূচনা করবে।
এই মাসের শুরুর দিকে এই ভেন্যুতে কাউন্টি সিলেক্ট ইলেভেনের বিপক্ষে তিন দিনের অনুশীলন ম্যাচটি খেলেছে ভারতীয় দল এবং আগামী ২৯ শে জুলাই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার আগে একটি আন্তঃস্কোয়াড ম্যাচ খেলবে ভারতীয় দল।
টিম ইন্ডিয়া ফিরে এসে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে ডারহ্যাম ক্রিকেট ক্লাবে সেন্টার উইকেট প্রশিক্ষণ নিয়েছে। ভারতের ক্রিকেট বোর্ড অফ কন্ট্রোল (বিসিসিআই) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে।
বেশ কিছুদিন ছুটিতে ছিল ভারতীয় ক্রিকেট দল। তারই মাঝে করোনার কোপ পড়েছিল ভারতীয় ক্রিকেট দলে। তবে সেই সব কিছু কাটিয়ে ফের একবার ইংল্যান্ডে নেমে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। নতুন দলও ঘোষণা করেছে বিসিসিআই। দলে এসেছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ সহ পৃথ্বী শ ও সূর্যকুমার যাদব।
ছবির সৌজন্য- বিসিসিআই।