হারলিন দেওল কর। পাঞ্জাবের এই মহিলা ক্রিকেটার বেশ প্রতিভাশালী অলরাউন্ডার। ব্যাট ও বল দুই হাতেই পারদর্শী। শুধু তাই নয় সোশ্য়াল মিডিয়ায় হারলিন বেশ জনপ্রিয়। ভারতীয় দলে তাঁক হ্যারি বলে ডাকেন সতীর্থরা। কিছুদিন আগেই ইংল্যান্ডে জন্মদিন পালন করেছেন তিনি।
ভারত ও ইংল্যান্ড মহিলা দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে বাউন্ডারিতে দুর্দান্ত এক ক্যাচ ধরলেন ভারতের হারলিন দেওল। এই ক্যাচ সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
হারলিনের এই ক্যাচটি ইংল্যান্ডের অ্যামি জোন্সকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছিল। হারলিন দেওল কর ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে জাতীয় দলে অভিষেক করেছিলেন ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি। মুম্বইয়ে ঝুলন গোস্বামীর হাত থেকে ক্যাপ পেয়ে ভারতীয় দলে অভিষেক ঘটেছিল তাঁর
সোশ্যাল মিডিয়ায় হারলিনের এই ক্যাচ ধরার ভিডিওটি দেখে লোকেরা তার সম্পর্কে বেশ উতসাহি হয়ে উঠছে এবং তাকে 'সুপারওম্যান' বলা হচ্ছে। হারলিনের এই ধরা ক্যাচের ভিডিওটি দেখার পরে মানুষ বলছেন - ফ্যান্টাস্টিক হারলিন ... দারুণ ব্যাপার!
টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে হারলিনের অভিষেক ঘটেছিল ৪ মার্চ ২০১৯ সালে গুয়াহাটিতে। অসমে ইংল্যান্ডের মহিলা দলের বিরুদ্ধে অভিষেক ঘটে তাঁর। ব্যাট হাতে ও বল হাতে ভালো হারলিন। তবে এবার তাঁর ফিল্ডিংয়ের নজির দেখিয়ে দিলেন পুরো ক্রিকেট বিশ্বকে।
শুক্রবার বৃষ্টি প্রভাবিত ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৭ রান তোলে। বৃষ্টির কারণে, ডাকওয়ার্থ লুইস নিয়মের অধীনে ভারতের ৮.৪ ওভারে ৭৩ রান করতে হয়েছিল। তবে টিম ইন্ডিয়া ৩ উইকেট হারিয়ে মাত্র ৫৪ রান করতে পারে এবং এই ম্যাচটি ১৮ রানে হেরেছে ভারতীয় মহিলা দল।
তবে এই ম্যাচের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্তটি ছিল যখন ইংল্যান্ড দল ব্যাটিং করছিল এবং হারলিন দেওল যখন বাউন্ডারিতে ক্যাচটা ধরেছিলেন। তাঁর ক্যাচেই ইতিমধ্যেই মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব। প্রাক্তন মহিলা থেকে পুরুষ ক্রিকেটার সহ বিভিন্ন জন এই বিষয় নিয়ে চর্চা করছেন।
ইংল্যান্ডের ইনিংসের ১৯ তম ওভারের পঞ্চম বলে অ্যামি জোন্স বাউন্ডারির দিকে দুর্দান্ত শট খেলেছিলেন। বল ছয় হয়ে যাবে এমনটা নিশ্চিতই ছিল তখন হারলিন এই ক্যাচটি ধরতে বাতাসে ডুব দিয়েছিলেন। আর তারপরই অন্যতম সেরা ক্যাচ ধরে ফেলেন ভারতীয় এই মহিলা ক্রিকেটার।