Advertisement

খেলা

India Vs Australia World Test Championship: দিল্লি জিতলেও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এখনও অনিশ্চিত, কী বলছে অঙ্ক?

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 19 Feb 2023,
  • Updated 8:32 PM IST
  • 1/8

ভারত অস্ট্রেলিয়াকে পরপর দুটি টেস্টে হারিয়ে দিয়েও এখনও বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিজেদের টিকিট কনফার্ম করতে পারেনি? এমন সম্ভাবনা কিন্তু একেবার উড়িয়ে দেওয়া যায় না। আসুন দেখে নিই কোন অঙ্কে ভারত ফাইনালে যেতে পারে, আর কোন অঙ্কে ছিটকে যেতে পারে?

  • 2/8

ভারত দিল্লি টেস্টে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে বর্ডার গাভাস্কার ট্রফিতে ২-০ তে যে ব্যবধান তৈরি করে নিয়েছে, এর ফলে ভারতের এই সিরিজ হারতে পারবে না। বড়জোর ড্র করতে পারে অস্ট্রেলিয়া। যদিও ভারতের লক্ষ্য এখন অনেক বড়। ভারত চাইছে সবকটি জিতে নিতে।

  • 3/8

ভারত প্রথমে এই সিরিজ জেতার চেষ্টা করবে। প্রথম থেকেই তারা ফেভারিট ছিল। কিন্তু কেউ আশা করেনি যে অস্ট্রেলিয়া এত খারাপ খেলবে। বিশেষ করে স্পিন করার চেয়ে পিচ স্পিন করবে এই ভয়েই তারা গুটিয়ে গিয়েছে। 

  • 4/8

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য এই সিরিজ দুদলের কাছেই অত্যন্ত জরুরি। বিশেষ করে টিম ইন্ডিয়ার কাছে। তারা এখনও সিরিজ জেতেনি। তাই কিছু অঙ্ক এখনও মেলেনি। তবে যেভাবে এগোচ্ছে ভারত আশা করাই যায়।

  • 5/8

এরপর সিরিজে আর একটি টেস্ট জয় অথবা ড্র করলেই ভারত সিরিজ জিতে যাবে। আর দিল্লিতে ভারতের জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা সমস্যায় পড়ে গিয়েছে। তারা ফাইনালে রেস থেকে আপাতত বাইরে হয়ে গিয়েছে।

  • 6/8

যদি টিম ইন্ডিয়া, অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ ৪-০ ব্যবধানে জিততে পারে তাহলে খুব সহজেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা পৌঁছে যাবে।

  • 7/8

আইসিসির বক্তব্য অনুসারে এখন ভারত অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনাল হওয়ার চান্স প্রায় ৯০%। আর ভারত-শ্রীলঙ্কা ফাইনাল হওয়ার চান্স রয়েছে ২.৮ শতাংশ। কীভাবে আসুন দেখে নিই.

 

  • 8/8

যদি ভারত পরে দুটি ম্যাচ হেরে যায়, তাহলে শ্রীলঙ্কাকে নিউজিল্যান্ডকে যদি পরের সিরিজে ২-০তে হারাতে পারে, তখনই টিম ইন্ডিয়া ফাইনালে পৌঁছাতে পারবে না। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনাল খেলবে শ্রীলঙ্কা। আর ভারত যদি সিরিজে আর একটা ম্যাচ জয় বা ড্র করে ফেলে তাহলে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল হবে।

Advertisement
Advertisement