Advertisement

খেলা

IPL 2021 : ব্যাটিং বিপর্যয় পঞ্জাব কিংসের, অসাধারণ বল করল সানরাইজ়ার্স হায়দরাবাদ

কৌশিক বিশ্বাস
  • চেন্নাই,
  • 21 Apr 2021,
  • Updated 5:40 PM IST
  • 1/5

বুধবারের দুপুরটা আপাতত বেশ ভালোই কাটল সানরাইজ়ার্স হায়দরাবাদের। নির্ধারিত ২০ ওভারে পঞ্জাব কিংস ১২০ রানে অলআউট হয়ে যায়। হায়দরাবাদের প্রত্যেক বোলার আজ যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন। তিনটে উইকেট শিকার করেছেন খলিল আহমেদ, দুটো অভিষেক শর্মা এবং একটি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল এবং রশিদ খান।

  • 2/5

আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস দলের অধিনায়ক কেএল রাহুল। শুরুতেই রাহুল (৪) ফিরে যাওয়ায় বিপাকে পড়ে যায় পঞ্জাব। কারণ এই দলটা বড় রান করার পিছনে রাহুলের একটা বড় ভূমিকা থাকে। অন্যদিকে আজ ব্যাট হাতে সুপার ফ্লপ হয়ে যান 'ইউনিভার্সাল বস' ক্রিস্টোফার হেনরি গেইলও (১৫)। ফের ব্যর্থ হলেন নিকোলাস পূরাণ (০)। ওয়ার্নারের অসাধারণ একটা থ্রোয়ে তাঁকে রান আউট হয়ে ফিরতে হয়।

  • 3/5

শুরুটা ভালো করলেও বড় রান করতে পারলেন না ময়াঙ্ক আগরওয়াল (২৫ বলে ২২ রান)। মিডল ওভারে দলের স্কোরবোলার্ড সচল রাখেন দীপক হুডা (১১ বলে ১৩ রান) এবং মোজ়েস হেনরিকস (১৭ বলে ১৪ রান)। তবে শেষের দিকে বেশ ভালো খেলছিলেন শাহরুখ খান। তিনি ১৭ বলে ২২ রান করেন। এরমধ্যে দুটো ওভার বাউন্ডারি রয়েছে। কিন্তু, অভিজ্ঞতার অভাবের কারণেই তাঁকে ভুগতে হল। খলিল আহমেদের অফসাইডের বাইরে স্লোয়ার লেংথ বলটাকে তিনি বিচার করতে পারেননি। বড় শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে অভিষেক শর্মার হাতে ক্যাচ দিলেন এবং প্যাভিলিয়নের পথে হাঁটা শুরু করেন।

  • 4/5

আজ হায়দরাবাদের বোলিং নিয়ে সকলে প্রশংসা করলেও তারা কিন্তু ১১টা অতিরিক্ত রান দিয়েছে। এরমধ্যে বাইতে এসেছে ৯ রান। সবথেকে বড় কথা হল ভুবনেশ্বর কুমার ধীরে ধীরে নিজের ছন্দটা ফিরে পাচ্ছেন। ডেথ ওভারে ভুবির থেকে ভালো বোলার, ভারতীয় ক্রিকেট দলে খুব কমই রয়েছে। টি-২০ বিশ্বকাপের আগে, যদি ভুবনেশ্বর নিজের সেরা ফর্মটা ফিরিয়ে আনতে পারেন, তাহলে বিরাট কোহলির কপালের ভাঁজ যে অনেকটাই মিলিয়ে যাবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

  • 5/5

শেষকালে এটাই বলা যেতে পারে, চলতি আইপিএল মরশুমে এই নিয়ে দ্বিতীয়বার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত পঞ্জাব কিংসের ক্ষেত্রে বুমেরাং হয়ে গেল। হ্যাঁ, উইকেট অবশ্যই স্লো; তবে সানরাইজ়ার্স হায়দরাবাদ এই রানটা সহজেই তুলতে পারবে বলে আশা করা যায়। গতকাল শিখর ধাওয়ান দিল্লির হয়ে যে ভূমিকাটা পালন করেছিলেন, আজ সেটাই ডেভিড ওয়ার্নারকে পালন করতে হবে। তিনি একটা দিক থেকে ইনিংসের হাল ধরে রাখলেই সহজেই চলতি মরশুমে হায়দরাবাদ প্রথম ম্যাচটা জিততে পারবে।

Advertisement
Advertisement