অধিনায়ক হিসেবে প্রথমবার মাঠে নেমেছিলেন হার্দিক পান্ডিয়া। আর নেতৃত্বের পথে জয় দিয়ে শুরু হল তাঁর যাত্রা। এমন দিনে গ্য়ালারি থেকে হার্দিককে ক্রমাগত উৎসাহ দিয়ে গিয়েছেন স্ত্রী নাতাশা স্তানকোভিচ।
লখনউয়ে শুরুতে ধাক্কা দিলেও তারা লড়াই করার মতো স্কোর করেছিল। শেষ দিকে ম্যাচের পাল্লাও তাদের দিকে ঢলে পড়েছিল। জিততে ৩০ বলে ৬৮ রান দরকার ছিল গুজরাটের। সেই সময় আউট হয়ে যান ডেভিড মিলার।
ডেভিড মিলার আউট হওয়ার দৃশ্যত ভেঙে পড়েন নাতাশা। দর্শকাসনে মাথায় দিয়ে বসে পড়েন।
প্রথমবার আইপিএলে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক। স্বামীকে উৎসাহ দিতে মাঠে গিয়েছিলেন নাতাশা স্তানকোভিচ। হোটেলের ছবিও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে।
ছেলে অগ্যস্তর সঙ্গেও ছবি দিয়েছেন হার্দিক-জায়া।
শুরুতে শামির গোলার প্রাথমিক আঘাত সামলেও ১৫৮ রান তুলেছিল লখনউ। একটা সময় ম্যাচে জাঁকিয়ে বসেছিল তারা। তবে শেষ হাসি হেসেছেন হার্দিক পান্ডিয়া।
গুজরাটের হয়ে রাহুল তেওয়াতিয়া করেছেন ২৪ বলে ৪০ রান। ৭ ১৫ করে দলকে জয়ের বৈতরণী পার করিয়েছেন অভিনব মনোহর।
ম্যাচে ধরা পড়েছে দুই ভাইয়ের দ্বৈরথ। ২৮ বলে ৩৩ রান করে ক্রুণালের বলে আউট হন হার্দিক। আউট হওয়ার পর হালকা হাসিও দেখা গিয়েছে তাঁর মুখে। হার্দিক আউট হওয়ার গ্যালারিতে ভারাক্রান্ত হয়ে পড়েন নাতাশা।
ম্যাচের শেষে হার্দিক বলেন,'খেলার ফলে খুশি পরিবার। আমরা হেরে ক্রুণালের বলে আউট হওয়ার কষ্ট হত। ও আমাকে আউট করে। আবার আমরা জিতেছি।'