Advertisement

খেলা

IPL 2022, CSK vs PBKS: আজই বড় দিন হতে পারে ধোনির, ভেঙে ফেলতে পারেন 'বিশাল' রেকর্ড

Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Apr 2022,
  • Updated 4:03 PM IST
  • 1/10

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2022) মরশুমে চেন্নাই সুপার কিংস (CSK) খুব খারাপ শুরু করেছে। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব ছাড়াই এই মরশুমে খেলতে নেমেছে।। এই অবস্থায় উদ্বোধনী দুটি ম্যাচেই হেরেছে দলটি। ধোনি এই মরশুমে খেলছেন শুধুমাত্র একজন খেলোয়াড় হিসেবে। 

  • 2/10

এই প্রথম চেন্নাই দল এক মরশুমের প্রথম দুই ম্যাচে হেরেছে। এবার তার জায়গায় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার হাতে দলের নেতৃত্ব তুলে দিয়েছেন ধোনি। তবে দেখা গেছে ধোনিকে উইকেটের পেছন থেকে দলকে নেতৃত্ব দিতে।

  • 3/10

চেন্নাই দলকে ৩ এপ্রিল পাঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষে এই মরশুমের তৃতীয় ম্যাচ খেলতে হবে। এই ম্যাচে চেন্নাই জিততে চায়। একইসঙ্গে এই ম্যাচে বড় রেকর্ড গড়ার সুযোগ রয়েছে ধোনির। তারাও এর খুব কাছাকাছি। 

  • 4/10

আসলে, মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) চেন্নাই দলের হয়ে খেলার সময় আইপিএলে ১৯১ টি ছক্কা এবং সামগ্রিকভাবে (চ্যাম্পিয়ন্স লিগ সহ) ২১৭ টি ছক্কা মেরেছেন। তার থেকে এগিয়ে এগিয়ে শুধু সুরেশ রায়না, যিনি ২১৯ টি ছক্কা হাঁকিয়েছেন। 

  • 5/10

ধোনি যদি এভাবে আরও ৩টি ছক্কা মারেন, তাহলে সুরেশ রায়নাকেও পিছনে ফেলে দেবেন তিনি। 

  • 6/10

যে কোনও একটি দলের হয়ে সর্বাধিক ছক্কা মারার ক্ষেত্রে শীর্ষ-পাঁচ খেলোয়াড়ের তালিকায়ও জায়গা করে নেবেন ধোনি।

  • 7/10

আইপিএলে এখনও পর্যন্ত মোট ২২১ টি ছক্কা মেরেছেন ধোনি। এখনও অবধি চেন্নাইয়ের হয়ে ২০৪টি ম্যাচ খেলেছেন ধোনি

  • 8/10

যেকোনো একটি দলের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার দিক থেকে শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হয়ে তিনি ২৬৩টি ছক্কা হাঁকান। তার পরেই স্বদেশী কাইরন পোলার্ড, যিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২৪৯টি ছক্কা মেরেছিলেন। 

  • 9/10

গেইল ও পোলার্ডের পর তিন নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, যিনি আরসিবির হয়ে ২৪০ ছক্কা হাঁকিয়েছেন। 

  • 10/10

এই তালিকায় চার নম্বরে রয়েছেন বিরাট কোহলি। আরসিবির হয়ে 226টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। পাঁচ নম্বরে রয়েছেন সুরেশ রায়না। ধোনি শীঘ্রই তাদের পিছনে ফেলে দেবেন। 

Advertisement
Advertisement