Advertisement

খেলা

IPL 2022: যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে যখন পালালেন রশিদ খান, PHOTOS

Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Apr 2022,
  • Updated 2:47 PM IST
  • 1/10

ইতিহাস গড়েছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান (Rashid Khan)। রশিদ আফগানিস্তানের প্রথম খেলোয়াড় যিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ম্যাচে অধিনায়কত্ব করেন। 
 

  • 2/10

রবিবার চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে ম্যাচে গুজরাট টাইটানস (GT) দলের অধিনায়ক ছিলেন রশিদ। বিশেষ বিষয় হল রশিদই প্রথম নিজের দেশের খেলোয়াড় যিনি আইপিএলে অংশ নেন। 
 

  • 3/10

অধিনায়ক হিসেবে আইপিএলে রশিদ খানের অভিষেক ছিল চমৎকার। রশিদ ব্যাট হাতে দুর্দান্ত খেলা দেখিয়ে ২১ বলে অপরাজিত ৪০ রান করেন। তাঁর অধিনায়কত্বের ইনিংসের জন্য ধন্যবাদ, গুজরাট টাইটান্স সিএসকে-র বিরুদ্ধে তিন উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে। ১৯তম ওভারে রশিদ খান বল হাতে দুর্দান্ত কাজ করেছেন। এই ওভারে মাত্র ৬ রান দেন তিনি।  
 

  • 4/10

২৩ বছর বয়সী রশিদ খান আফগানিস্তানের নাঙ্গারহারে জন্মগ্রহণ করেন। রশিদ তাঁর পিতামাতার ১১ সন্তানের একজন। এমতাবস্থায়, একটি বড় পরিবার থাকার কারণে, তাঁর শৈশব কেটেছে নানা অসুবিধায়। সে সময় আফগানিস্তান যুদ্ধের মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, এমন পরিস্থিতিতে রশিদের পরিবার সমস্যায় পড়ে যায়। এই পরিস্থিতিতে, রশিদ তাঁর পরিবারের সঙ্গে পাকিস্তানে চলে যান, যেখানে তাঁর ক্রিকেটের প্রতি আগ্রহ শুরু হয়। 

  • 5/10

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর রশিদের পরিবার দেশে ফিরেছে। এরপর রশিদ নিজ দেশে আবার পড়াশোনা শুরু করেন। রশিদ তাঁর ভাইদের সঙ্গে ক্রিকেট খেলে বড় হয়েছেন। শৈশবে রশিদের রোল মডেল ছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদি, তাঁর অ্যাকশন দেখে বোলিং শুরু করেন রশিদ।

  • 6/10

রশিদ খানের কঠোর পরিশ্রমের ফল দেখা যায় ১৮ অক্টোবর ২০১৫ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে আফগানিস্তানের হয়ে। এই ম্যাচেই তাঁর একদিনের ক্রিকেটে অভিষেক হয়। তারপর একই বছর ২৬ অক্টোবর, জিম্বাবুয়ের বিরুদ্ধেই তাঁর টি-টোয়েন্টি আন্তর্জাতিক অভিষেক হয়। ২০১৮ সালের জুনে, তিনি ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের অভিষেক টেস্ট ম্যাচে অংশগ্রহণ করেন।

  • 7/10

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পর তিনটি ফরম্যাটেই আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হন রশিদ। অধিনায়ক হিসেবে তাঁর প্রথম টেস্ট ম্যাচটি ছিল সেপ্টেম্বর ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে, যেখানে তিনি রেকর্ডটি ভেঙেছিলেন। 

  • 8/10

আইপিএল ২০২২ নিলামের আগে, গুজরাত টাইটান্স ১৫ কোটি টাকায় রশিদ খানকে সই করেছিল। এর আগে গত মরশুমে তিনি সানরাইজার্স দলে ছিলেন।

  • 9/10

রশিদ আফগানিস্তানের হয়ে ৫ টি টেস্ট, ৪০টি ওয়ানডে এবং ৫৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, ২৯০টি উইকেট রয়েছে তাঁর। টেস্টে অধিনায়কত্ব করা সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার রশিদ। 

  • 10/10

২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ৪ বলে চার উইকেট নিয়েছিলেন রশিদ। আইপিএলের কথা বলতে গেলে, সিএসকে-র বিরুদ্ধে ম্যাচের আগে রশিদ খান ৮১ ম্যাচে ৯৯ উইকেট নিয়েছেন। 

Advertisement
Advertisement