আইপিএলের ১৫তম আসর শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এই লিগ শুরুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেট ভক্তরা।
এবারের মরসুম ২৬ মার্চ শুরু হবে। প্রথম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং চেন্নাই সুপার কিংস (CSK) একে অপরের মুখোমুখি হবে।
এবারের আইপিএল খুবই স্পেশাল হতে চলেছে কারণ দুটি নতুন দল অংশ নিতে যাচ্ছে। একটি নতুন দল গুজরাট টাইটান্স (Gujarat Titans), যার অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। গত বছর নিলামে, সিভিসি ক্যাপিটালস গুজরাট ফ্র্যাঞ্চাইজিটি ৫৬২৫কোটি টাকায় কিনেছিল।
দ্বিতীয় নতুন দল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants), যার অধিনায়ক কে এল রাহুল। গত বছর, দলগুলির নিলামের সময়, আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ ৭০৯০ কোটি টাকায় লখনউ ফ্র্যাঞ্চাইজি কিনেছিল। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি দল লখনউ।
১০টি দলের অংশগ্রহণের কারণে এবার ফরম্যাটে পরিবর্তন এনে পাঁচজনের দুটি গ্রুপ করা হয়েছে। প্রতিটি দল তাদের গ্রুপের দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে, যা মোট আটটি ম্যাচ হবে। বাকি ৬টি ম্যাচ অন্য গ্রুপের দলের সঙ্গে খেলবেন, তবে এর মধ্যে একটি দলের বিপক্ষে দুটি ম্যাচ খেলবেন তিনি। যেমন, গ্রুপ-এ-তে থাকা মুম্বইকে গ্রুপ-বি দল চেন্নাইয়ের সঙ্গে দুটি ম্যাচ খেলতে হবে।
এবার আইপিএলে ডিআরএস-এর সংখ্যাও দুই করা হয়েছে। মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) কর্তৃক জারি করা নতুন পরামর্শকে সমর্থন করে বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি সুপার ওভার সংক্রান্ত নিয়মেও পরিবর্তন এসেছে। সুপার ওভার বা পরবর্তী সুপার ওভার উপলব্ধ সময়ের মধ্যে না হলে, নিয়মিত মৌসুমের শেষে শেষে যে দলটি লিগ টেবিলে শীর্ষে থাকবে তাকে প্লে-অফ ম্যাচের বিজয়ী ঘোষণা করা হবে।
বায়োববল লঙ্ঘনের জন্য এ বার করা হয়েছে কড়া নিয়ম। বায়ো বাবল লঙ্ঘনের জন্য, খেলোয়াড়দের কোয়ারেন্টাইন থেকে ম্যাচ নিষিদ্ধ করার বিধান করা হয়েছে। খেলোয়াড়ের পরিবার বা ম্যাচ অফিসিয়ালের দ্বারা বায়ো বাবল লঙ্ঘন হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কোনো ফ্র্যাঞ্চাইজি যদি কোনো বহিরাগতকে বাবলের মধ্যে নিয়ে আসে, তাহলে তাকে শাস্তি হিসেবে এক কোটি টাকা পর্যন্ত দিতে হতে পারে।
করোনা ভাইরাসের কারণে ম্যাচ পরিচালনার বিষয়েও একটি নিয়ম করা হয়েছে। করোনা মামলা সামনে আসার কারণে যদি কোনো দল প্লেয়িং ইলেভেন তৈরি করতে না পারে, তাহলে ম্যাচের সূচি পুনঃনির্ধারণ করা হবে। এরপরও যদি ম্যাচটি সম্ভব না হয়, তাহলে বিষয়টি টেকনিক্যাল কমিটির কাছে পাঠানো হবে।
এবার আইপিএলে আরসিবি-র অধিনায়কত্ব করতে দেখা যাবে না বিরাট কোহলিকে (Virat Kohli)। গত বছর আইপিএলের (IPL) পর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন কোহলি। এমন পরিস্থিতিতে এবারের আইপিএলে ব্যাটসম্যান হিসেবে খেলতে দেখা যাবে কোহলিকে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডু প্লেসিকে অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে আরসিবি।
KKR-এর অধিনায়কত্ব করবেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। মেগা নিলামে ১২.২৫ কোটি টাকায় তাঁকে কিনেছে কলকাতা। এর আগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব সামলেছেন শ্রেয়স।