ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2023 নিলাম শুক্রবার কোচিতে শেষ হয়েছে। গ্র্যান্ড হায়াত হোটেলে অনুষ্ঠিত এই নিলামে ১০টি দল মোট ৮০ জন খেলোয়াড়কে কিনেছে। রেকর্ড দাম পেয়েছেন বেন স্টোকস (Ben Stokes), ক্যামেরন গ্রিন (Cameron Green) ও স্যাম কুরেন (Sam Curren)। একই সঙ্গে, এমন কিছু তারকা ক্রিকেটার রয়েছেন যারা গতবার বিপুল পরিমাণ টাকা পেয়েছিলেন, কিন্তু এখন তাদের খুব কম দামে কেনা হয়েছে। আসুন জেনে নিই এমন ছয়জন খেলোয়াড়ের কথা।
কাইল জেমসন (১ কোটি): নিউজিল্যান্ডের ফাস্ট বোলার কাইল জেমসনের (Kyle Jamieson) দর অনেকটাই পড়ে গিয়েছে। আইপিএল 2023 নিলাম বেশ কম টাকাতেই তাঁকে পেয়েছে চেন্নাই সুপার কিংস। জেমসনকে ১ কোটি টাকায় কিনেছে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) দল। 2021 সালের নিলামে RCB ১৫ কোটি টাকা খরচ করে জেমিসনকে দলে নেয়। কিন্তু এখন তাঁর দাম ১৪ কোটি টাকা কমে গিয়েছে।
কেন উইলিয়ামসন (২ কোটি): নিউজিল্যান্ডের সীমিত ওভারের দলের অধিনায়ক কেন উইলিয়ামসনকে (Kane Williamson) আইপিএলের (IPL) গত মরশুমে সানরাইজার্স হায়দরাবাদ ১৪ কোটি টাকায় ধরে রেখেছিল। এবারের নিলামে কেন উইলিয়ামসন তার বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। সেই টাকাতেই কেনা উইলিয়ামসনকে কিনেছে গুজরাত টাইটান্স (GT)।
ঝিয়ে রিচার্ডসন (১.৫ কোটি): আইপিএল ২০২১ নিলামে, এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারকে পঞ্জাব কিংস ১৪ কোটি টাকায় কিনেছিল। কিন্তু এবার তাকে মাত্র দেড় কোটি টাকায় পেয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)।
মায়াঙ্ক আগরওয়াল (৮.২৫ কোটি): আইপিএল 2022-এর জন্য, টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান মায়াঙ্ক আগরওয়ালকে পঞ্জাব কিংস ১৪ কোটি টাকায় ধরে রেখেছিল। তাঁকে অধিনায়কও করা হয়েছিল। তবে গত মরশুমে খারাপ পারফরম্যান্সের কারণে, তাঁকে পরে ছেড়ে দেওয়া হয়। এবার মায়াঙ্ক আগরওয়ালকে সানরাইজার্স হায়দরাবাদ ৮.২৫ কোটি টাকায় কিনেছে।
রোমারিও শেফার্ড (৫০ লক্ষ): ক্যারিবিয়ান অলরাউন্ডার রোমারিও শেফার্ডকে লখনউ সুপার জায়ান্টস (LSG) ৫০ লক্ষ টাকায় কিনেছে। আইপিএলের শেষ নিলাম রোমারিওর জন্য খুব স্মরণীয় ছিল যেখানে সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে ৭.৫০ কোটি টাকা দিয়েছিল। কিন্তু এবার রোমারিওকে কেনা হয়েছে তাঁর বেস প্রাইসেই।
ওডিয়ন স্মিথ (৫০ লক্ষ): ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডারকে ৫০ লক্ষ টাকায় কিনেছে গুজরাত টাইটানস (GT)। এটি তাঁর বেস প্রাইস ছিল। ২০২২ সালের নিলামে, ওডিয়ন স্মিথ ছয় কোটি টাকার বিশাল মূল্যে পঞ্জাব কিংস দলে যোগ দেন। অর্থাৎ ৫.৫ কোটি টাকার ক্ষতি হয়েছে ওডিয়নের।