প্রত্যেকবারের মতোই এবারের আইপিএল-এও (IPL 2023) বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার দারুণ পারফর্ম করেছেন। এদের মধ্যে অনেকেই আবার ভারতীয় দলের (Team India) হয়ে এখনও একটাও ম্যাচ খেলেননি। সেই আনক্যাপড ক্রিকেটারদের তালিকায় রয়েছেন বেশ কয়েকজন উঠতি তারকা
এই মরশুমে রিঙ্কু সিং-এর (Rinku Singh) পারফরম্যান্স নিয়ে বারেবারে আলোচনা হচ্ছে। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) এই তারকা ব্যাটার ব্যাট হাতে ৪৭৪ রান করেছেন তিনি। গড় ৫৯.২৫ এবং স্ট্রাইক রেট ১৪৯.৫৩।
শনিবার লিগের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে যদিও ধাক্কাই খেতে হয়েছে রিঙ্কুকে। মাত্র ১ রানে হেরে এবারের আইপিএল থেকে বিদায় নিয়েছে কেকেআর।
এই তালিকায় নাম রয়েছে যশস্বী জয়ওয়ালেরও (Yashasvi Jaiswal)। দারুণ ব্যাটিং করে চমকে দিয়েছেন তিনি।
রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে আইপিএল 2023-এ ১২ ম্যাচে ৫৭৫ রান করেছেন তিনি। যে মেজাজে গোটা টুর্নামেন্টে খেলেছেন যশস্বী, তাতে তাঁকে সুযোগ দেওয়া যেতেই পারে ভারতীয় দলে।
তিলক ভর্মাও (Tilak Verma) এবারের আইপিএল-এ দারুণ পারফর্ম করেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) এই ক্রিকেটার যদিও চোটের জন্য পুরো আইপিএল খেলতে পারেননি।
তিলকের না থাকা রোহিত শর্মাদের (Rohit Sharma) জন্য বড় ধাক্কা। মাত্র ৯ ম্যাচ খেলে ২৭৪ রান করেছেন তিলক। ফলে তাঁকেও ভবিষ্যতে ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যেতে পারে।
পঞ্জাব কিংসের জীতেশ শর্মা (Jitesh Sharma) এর আগে ভারতীয় দলে সুযোগ পেলেও অভিষেক করতে পারেননি। ১৪ ম্যাচে ৩০৯ রান করেছেন জীতেশ। তাঁর স্ট্রাইকরেট ১৬০।